
স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার টম ব্রুস। কিউইদের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার দল পাল্টিয়ে স্কটল্যান্ডে যোগ দিয়েছেন। আসন্ন বিশ্বকাপ লিগ-২ (বিশ্বকাপ বাছাইপর্ব) এর ম্যাচের জন্য স্কটল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই সাবেক কিউই ব্যাটার।
বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচগুলোকে সামনে রেখে গতকাল (১২ আগস্ট) স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে ব্রুস।
মূলত ব্রুসের বাবা স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় জন্মেছিলেন। আর বাবার সূত্র ধরেই স্কটল্যান্ডের জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
স্কটল্যান্ড জাতীয় দলে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত ব্রুস। ক্রিকেট স্কটল্যান্ডকে দেওয়া এক বিবৃতিতে এই ব্যাটার বলেন, ‘স্কটল্যান্ডের সঙ্গে আমার পরিবারের সঙ্গে দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি স্কটল্যান্ডকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করলে তারা বেশ গর্বিত হবে। পাঁচ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলার সৌভাগ্য হয়েছিল। এবার স্কটল্যান্ডকে আমার দক্ষতা কাজে লাগিয়ে বিশ্ব মঞ্চে সাফল্য এনে দিতে চাই। কারণ দল হিসেবে স্কটল্যান্ড ক্রমাগত উন্নতি করছে এবং এই দল সাফল্য পাওয়ার যোগ্য।’
২০১৪ সাল থেকে নিউজিল্যান্ডের ক্লাব সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন ব্রুস। মাঝে ২০১৬ সালে স্কটল্যান্ড ডেভেলপমেন্ট দলের হয়েও খেলেছিলেন তিনি। তবে ২০১৬ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পান ব্রুস। এরপর ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক ঘটে তার। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই সিরিজের ৩ ইনিংসে এক ফিফটিসহ ৭১ রান করেছিলেন ব্রুস।
নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি তিন বছর খেলার সুযোগ হয়েছে ব্রুসের। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কিউইদের জার্সিতে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। যদিও জাতীয় দলে তার পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। এই তিন বছরে প্রায় ১৯ গড়ে ২৭৯ রান করেন এই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/বিটি
