
এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে যাওয়ার দারুণ সু্যোগ তৈরি করেও সুপার ফোর থেকেই বিদায় নিয়েছে টাইগাররা। ফলে এবারও শূন্য হাতে ফিরতে হচ্ছে লিটনদের।
এশিয়া কাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিং বিভাগ। যাদের ওপর বড় প্রত্যাশা ছিল, তারা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম প্রত্যাশামাফিক পারফরম্যান্স করতে পারেননি। এছাড়া তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হাসানরাও ব্যাটিংয়ে বেশ হতাশ করেছেন।
তবে হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও আশার আলো জাগিয়েছেন সাইফ হাসান। সাম্প্রতিক সময়ে তার দারুণ পারফরম্যান্সের ভিত্তিতেই হুট করে এশিয়া কাপে জায়গা করে নেন সাইফ। মূলত ব্যাকআপ ওপেনার হিসেবেই বিবেচনায় ছিলেন তিনি। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং বিভাগে সেরা পারফর্মার ছিলেন সাইফ। ৪ ইনিংসে ৪৪.৫০ গড় এবং ১২৮.০৬ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন তিনি, যেখানে দুটি ফিফটি রয়েছে। বাংলাদেশের পক্ষে এটি সর্বোচ্চ এবং পুরো আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান। এমন পারফরম্যান্সের পর অনেকের প্রশংসা কুড়াচ্ছেন সাইফ।
এবার তাকে নিয়ে প্রশংসায় মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বরুণ অ্যারন। ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে অ্যারন বলেন, ‘সাইফ হাসান দুর্দান্ত একজন খেলোয়াড়। তবে এই ম্যাচে (পাকিস্তান ম্যাচে) তার আউট হওয়া বলটা উইকেটে পড়ে একটু থেমে গিয়েছিল। হারিসের করা ডেলিভারিটাও ছিল উইকেট নেওয়ার মতো।’
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১৩৬ রান তাড়ায় নেমে ১১ রানে হেরেছে বাংলাদেশ। যার দায় পুরোপুরি ব্যাটারদের ওপরে। ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ জানিয়ে বরুণ বলেন, ‘বাংলাদেশ অনেক বেশি আনঅর্থোডক্স শট খেলতে চেয়েছে, যেখানে আগের ম্যাচগুলোয় নরমাল ক্রিকেট খেলেছে তারা। এই ম্যাচে তারা অল্পই ভালো ক্রিকেটিং শট খেলেছে। কেউ কেউ এসে রিভার্স সুইপ করারও চেষ্টা করেছে। এমন চাপের ম্যাচে এসে এ ধরণের শট খেলাটা মোটেও পজিটিভ ফলাফল বয়ে আনবে না।’
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/বিটি
