দুদিন হতে চলল ভারত বনাম অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্ট সমাপ্ত হয়েছে। তবে এখনও যেন রেশ কাটেনি বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ ম্যাচের। যেখানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে ভারত। তবে সব ছাপিয়ে এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল জয়সওয়ালের আলোচিত সেই ক্যাচ আউটের ঘটনা।
ভারতের ম্যাচ বাঁচিয়ে রাখার লড়াইয়ে টিকে থাকা শেষ সৈনিক যসশ্বী জয়সওয়ালকে ক্যাচ আউটের সিদ্ধান্ত দেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। স্নিকোমিটারে আউট না দেখালেও কেবল রিপ্লে দেখে সৈকতের আউটের সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়ে একাধিক ভারতীয় সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। তবে এই ঘটনায় সমর্থনও সৈকত পেয়েছেন বেশ।
ভারতীয় ক্রিকেট বোর্ড সহসভাপতি রাজীব শুক্লার মতো অনেকের মন্তব্য, প্রযুক্তির ওপর ভরসা রেখে নটআউট দেয়া উচিত ছিল টিভি আম্পায়ারের। তবে এমন ঘটনায় সৈকতের পক্ষ নিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। এমনকি তিনি উল্লেখ করে ভারতের এক ক্রিকেটারকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন।
জয়সওয়ালকে দেয়া সেই আউটের সিদ্ধান্ত প্রসঙ্গে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে কথা বলেছেন খান্না। যেখানে তিনি বলেন, ‘বিতর্ক তৈরির মতো তো তেমন কিছু ছিল না সেখানে। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।’
আকাশ দীপপকে নিয়েও কড়া মন্তব্য করে খান্না বলেন, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।’
আরও পড়ুন:
» আলোচিত আউট নিয়ে মুখ খুললেন সৈকত, জানা গেল চাঞ্চল্যকর তথ্য
» ২০২৫ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। নিজেদের ব্যাটিং ব্যর্থতায় অজিদের কাছে বড় পরাজয় বরণ করতে হয় সফরকারীদের। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের দেয়া জয়সওয়ালের ক্যাচ আউটের ঘোষণা।
প্রসঙ্গত, ইনিংসের ৭১তম ওভারে প্যাট কামিন্সের করা লেগ স্টাম্পের ওপর লাফিয়ে ওঠা বল পুল করার চেষ্টা করেন যসশ্বী জয়সওয়াল। ব্যাটের খুব কাছ দিয়ে বল পৌঁছে যায় উইকেট রক্ষকের হাতে। অবশ্য এই ঘটনায় সরাসরি নট আউটের সিদ্ধান্ত জানায় ফিল্ড আম্পায়ার। তবে রিভিউ নেয় স্বাগতিকরা। এতে সিদ্ধান্ত চলে যায় তৃতীয় আম্পায়ার সৈকতের কাছে।
রিপ্লেতে দেখা যায় ব্যাট এবং গ্লাভসের খুব কাছে দিয়ে যাচ্ছে বল। সৈকত সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। যদিও স্নিকোগ্রাফে আউট দেওয়ার জন্য পর্যাপ্ত উপাত্ত পাওয়া যায়নি। তবে বিভিন্ন অ্যাঙ্গেলে রিপ্লে দেখে সৈকত নিশ্চিত হন বল সামান্য ব্যাট এবং গ্লাভসে স্পর্শ হয়ে দিক পরিবর্তন করেছে। ফলে আউটের সিদ্ধান্তে উপনীত হন সৈকত।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/এফএএস
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

