না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা। শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মারা যান তিনি। নীরার আকস্মিক মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ফুটবলার হিসেবে যেমন পরিচিত ছিলেন, মানুষ হিসেবেও তেমনি ছিলেন সবার কাছে আপন। হাসিমুখ, সহজ আচরণ আর আন্তরিকতায় নীরা আলাদা করে জায়গা করে নিয়েছিলেন সতীর্থ, কোচ ও সাংবাদিকদের মধ্যে। ছোটখাটো বিষয়েও নিয়মিত খোঁজ নেওয়া, জন্মদিনে শুভেচ্ছা জানানো এসবেই গড়ে উঠেছিল তাঁর বিস্তৃত বন্ধুত্বের পরিসর। সে কারণেই তাঁর বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।
খুলনার সন্তান নীরা ঘরোয়া ফুটবলে খেলেছেন দেশের অন্যতম শীর্ষ দুই ক্লাব আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে। জাতীয় দলের জার্সিতেও ছিলেন নিয়মিত মুখ। ডিফেন্সে তাঁর নির্ভরযোগ্যতা আলাদা করে নজর কাড়ত। প্রেসিডেন্ট গোল্ডকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
খেলা ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হন নীরা। প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ হিসেবে কাজ করেছেন কয়েক মৌসুম। পরে ঢাকার ব্যস্ততা ছেড়ে নিজের জেলা খুলনায় ফিরে যান। সেখানে তৃণমূল ফুটবল নিয়ে নীরবে কাজ করে যাচ্ছিলেন গত কয়েক বছর ধরে।
হঠাৎ করেই সেই কাজের মাঝখানেই থেমে গেল তাঁর পথচলা। নীরার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে ফুটবলাঙ্গন হারাল একজন সজ্জন মানুষকে, আর মাঠের বাইরে এক নির্ভরযোগ্য অভিভাবককে।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/টিএ
