Connect with us
ফুটবল

যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক সাবেক ফিফা সভাপতির

SEP BLATTER
সেপ ব্লাটার। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টের এবারের আসর বসবে তিন দেশ– যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। মূল আয়োজক কেউ না হলেও গুরুত্বপূর্ণ বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে তাদের ভেন্যুর সংখ্যাও বেশি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী নীতির কারণে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কয়েকটি দল ইতোমধ্যে বিপাকে পড়েছে। সেইসাথে ইউরোপে উঠেছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনও।

এবার বয়কটের মিছিলে যোগ দিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। ফুটবলভক্তদের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ উপভোগ না করার আহ্বান জানিয়েছেন এই সাবেক সভাপতি। ট্রাম্প সরকার ও তার প্রশাসনের বিরূপ আচরণের জন্য ব্লাটার যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।



দুর্নীতিবিরোধী আইনজীবী ও সুইস অ্যাটর্নি মার্ক পিয়েথ গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ থেকে সমর্থকদের দূরে থাকা উচিত বলে জানান। তাকে সমর্থন জানিয়ে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বার্তা দিয়েছেন ব্লাটার।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম দার বান্ডকে পিয়েথ বলেছিলেন, ‘রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা, অভিবাসন সংস্থার অত্যাচারের মতো বিষয়গুলো আমরা দেশজুড়ে (যুক্তরাষ্ট্র) দেখছি। যা সমর্থকদের দেশটিতে যাওয়ার জন্য উৎসাহিত করে না। তাদের প্রতি আমার একটাই পরামর্শ, যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন।’

পিয়েথের বিশ্বকাপ বয়কটের মন্তব্যে সমর্থন দিয়ে ব্লাটার টুইটে লিখেছেন, ‘সমর্থকদের জন্য শুধু একটাই পরামর্শ, যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখুন! আমরা মনে হয় মার্ক পিয়েথের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক।’

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। যুক্তরাষ্ট্র সম্প্রতি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর বাইরে ভ্রমণ নিষেধাজ্ঞা ও অভিবাসন সংক্রান্ত কঠোর নীতিমালা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে আমেরিকার বিভিন্ন শহরে। যা দমন করতে গিয়ে মিনেপোলিসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের নজিরও রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ফুটবল