Connect with us
ক্রিকেট

অ্যাশেজে গ্যাব্বায় সাবেক ইংলিশ অধিনায়কের অনাকাঙ্ক্ষিত দিন

NASSER
নাসের হুসেইন। ছবি: সংগৃহীত

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে প্রবেশের সময় ভোগান্তি পোহাতে হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনকে। দ্বিতীয় টেস্ট কাভার করতে ব্রিসবেনে গিয়ে ঝামেলায় পড়লেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। প্রায় ত্রিশ মিনিট পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধিরা এসে ভেতরে নেন নাসেরকে।

নাসের মাঠে ঢুকতেই বাধার মুখে পড়েন। একই সময়ে সঙ্গে থাকা মাইকেল আথারটন কোনো ঝক্কি ছাড়াই প্রবেশ করলেও হুসেইনকে আটকে দেয় নিরাপত্তাকর্মীরা। প্রায় ত্রিশ মিনিট পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধিরা মাঠে নিয়ে যান স্কাই স্পোর্টসের এই ধারাভাষ্যকারকে।

পরে স্কাই স্পোর্টসে ওই মুহূর্তের বর্ণনা দেন নাসের। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি পরিচয়পত্র দেখালাম, তবুও ঢুকতে দিল না। অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য- বিশেষ করে এই মাঠে আমি এত কিছু করেছি! আর আমাকে ঢুকতেই দিল না! পরে আধঘণ্টা পর ক্রিকেট অস্ট্রেলিয়ার লোকজন এসে বিষয়টা ঠিক করে।’



নাসেরের দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। মাঠে প্রবেশের কিছুক্ষণ পরই সবাইকে আবার বাইরে বের করে দেওয়া হয়। কারণ তখন বাজতে থাকে ফায়ার অ্যালার্ম, ছুটে আসে দমকল। পরে জানা যায়, মাঠের বাইরের রান্নাঘরের ধোঁয়া শনাক্তকারী যন্ত্র থেকেই অ্যালার্ম বেজে ওঠে। অগ্নিসংযোগের গুঞ্জনে মিডিয়া কর্মীসহ সবাইকে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ।

গ্যাব্বায় হুসেইনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন নয়। ২০০২ অ্যাশেজে তার বিখ্যাত সিদ্ধান্ত- তীব্র গরমে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া, ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছিল। সেবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৪৯২ রান। পরে জিতেছিল বড় ব্যবধানে।

২০০২ সালের সেই সিদ্ধান্ত আজও অজি ভক্তদের রসিকতার খোরাক, আর ইংলিশ ভক্তদের বিব্রত স্মৃতি। অবশ্য হুসেইন এখন বিষয়টি হাসিমুখেই নেন। তবে গ্যাব্বায় তার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন পিছুই ছাড়ছে না।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট