Connect with us
ক্রিকেট

রিশাদ-তানভীরের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্যারিবিয়ান লেগস্পিনার

Former Caribbean leg-spinner heaps praise on Rishad and Tanvir
রিশাদ ও তানভীরকে নিয়ে প্রশংসা করেছেন স্যামুয়েল বদ্রি। ছবি- সংগৃহীত

স্পিন বিভাগে শক্তি বাড়াতে অনেকদিন ধরেই একজন ভালো লেগস্পিনারের খোঁজে ছিল বাংলাদেশ। বিভিন্ন সময়ে লেগস্পিনাররা দলে ডাক পেলেও পর্যাপ্ত সুযোগের অভাবে জাতীয় দলে থিতু হতে পারেননি। তবে সেই ঘাটতি পূরণ করেছেন রিশাদ হোসেন। গত দুই বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলের স্পিন বিভাগে বাড়তি শক্তি যোগ করেছেন এই লেগি। এবার তার প্রশংসায় মেতেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বের নজরে এসেছিলেন রিশাদ হোসেন। ওই আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এই লেগি। সম্প্রতি এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজেও দারুণ করেছেন তিনি। এবার ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত করছেন এই অলরাউন্ডার।

রিশাদের প্রশংসা করে বদ্রি বলেন, ‘রিশাদ দুর্দান্ত একজন বোলার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি তাকে ওয়েস্ট ইন্ডিজে দেখেছি। সে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। তার বোলিং দেখে মনে হয়েছে দারুণ কন্ট্রোল রয়েছে। তার পয়েন্ট হাই, লেগস্পিনে এটা বেশ গুরুত্বপূর্ণ। তবে লেগস্পিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে কন্ট্রোল, যেটা রিশাদের বোলিংয়ে রয়েছে।’



এদিকে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত তানভীর ইসলামও ওয়ানডে দলে নিয়মিত হচ্ছেন। তার বোলিংয়েও মুগ্ধ বদ্রি। তিনি বলেন, ‘তানভীর ইসলাম একজন বাঁহাতি অর্থোডক্স বোলার। তার বোলিং আমার বেশ ভালো লেগেছে। তার কৌশলও বেশ দারুণ। সে একজন উইকেটশিকারি এবং নতুন বলেও ভালো বোলিং করে।’

চলতি সিরিজে সর্বোচ্চ ৯টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। আর তানভীর ৩ উইকেট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট