Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে ক্ষোভ ঝাড়লেন সাবেক অধিনায়ক

Arjuna Ranatunge
অর্জুনা রানাতুঙ্গা। ছবি: সংগৃহীত

খুব একটা ভালো সময় পার করছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। এশিয়া কাপে ব্যর্থতার পর পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ তারা। ত্রিদেশীয় সিরিজে তারা হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার শ্রীলঙ্কা ক্রিকেট দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির কিংবদন্তি অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনি অভিযোগ করেন, দলের খেলোয়াড়দের প্রতিভা আছে, কিন্তু নেই মাথা খাটানোর ক্ষমতা আর পরাজয় মেনে নেওয়ার লজ্জা।

সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষার্থীর সঙ্গে আলাপচারিতায় রানাতুঙ্গা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যে শৃঙ্খলা আর মানসিকতা প্রয়োজন, এই দলটির মধ্যে তা দেখা যাচ্ছে না।

শ্রীলংকার সাবেক বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘যে শিখতে চায় তার মাথা থাকে- কীভাবে বল খেলতে হয়, কীভাবে বল করতে হয়, কীভাবে ক্যাচ ধরতে হয়।’



শ্রীলম্কা ক্রিকেট বোর্ডকেও ছাড়েননি রানাতুঙ্গা। শুধু খেলোয়াড় নয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্তও দলের পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্ত করছে বলেই মনে করেন তিনি। ক্রিকেট বোর্ড নিয়ে তিনি বলেন, ‘মা-বাবা ভুল করলে সন্তানের দিকে আঙুল তুলতে পারি না। শ্রীলঙ্কা ক্রিকেটেও একই সমস্যা। আমি বহু বছর ধরে এসব কথা বলে আসছি।’

রানাতুঙ্গার মতে দলে প্রতিভা বেশি, শৃঙ্খলা কম। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘আজকের ছেলেরা অনেক বেশি প্রতিভাবান। কিন্তু শৃঙ্খলা, নিবেদন আর হারের পর লজ্জা, এসব নেই। আমি ম্যাচ হারলে ড্রেসিংরুম থেকে বের হতাম না। আজ সবকিছুই টাকার জন্য।’

ক্রিকেটে আসা তরুণদের উদ্দেশে রানাতুঙ্গার পরামর্শ, শুধু টাকার লোভে ক্রিকেটে নামা উচিত নয়। তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি ১০-১২ বছর ভালো ক্রিকেট খেলতে পারো, টাকা নিজে থেকেই আসবে। এটাই সঠিক পথ।’

শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান সংকট নিয়ে চলমান সমালোচনায় রানাতুঙ্গার বক্তব্য আরও একবার দল ও বোর্ডের শৃঙ্খলা ও পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে দিল। দীর্ঘদিন ধরেই ক্রিকেট বোর্ডের সমালোচনা করে আসছেন সাবেক এই অধিনায়ক।

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট