বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে পাকিস্তানেরও একই পথে হাঁটা উচিত এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, পাকিস্তান বয়কট করলে ২০২৬ বিশ্বকাপ বড় সংকটে পড়বে।
নিরাপত্তা উদ্বেগে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল তারা। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা প্রশ্নে সন্তোষজনক আশ্বাস মেলেনি।
এই প্রেক্ষাপটে ইউটিউব শো ‘কট বিহাইন্ড’-এ কথা বলেন রশিদ লতিফ। ১৯৯২ থেকে ২০০৩ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা এই সাবেক উইকেটকিপার বলেন, পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো। তাঁর মতে, পাকিস্তান যদি এখন বয়কট করে, তাহলে বিশ্বকাপ আয়োজনই প্রশ্নের মুখে পড়বে।
লতিফ দাবি করেন, বড় সিদ্ধান্ত নিতে গেলে আর্থিক অনুদানের বিষয়টি ভাবলে চলবে না। সঞ্চালক যখন সম্ভাব্য আর্থিক ক্ষতির প্রসঙ্গ তোলেন, তখন তিনি দক্ষিণ আফ্রিকার উদাহরণ টানেন। তিনি মনে করেন, দীর্ঘ নিষেধাজ্ঞার পরও দেশটির ক্রিকেট টিকে আছে।
এর আগের এক পর্বেও লতিফ বলেছিলেন, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় অর্ধেকে নেমে আসতে পারে। বর্তমান ক্রিকেট কাঠামোকে চ্যালেঞ্জ করার এটাই সঠিক সময় বলে মনে করেন তিনি।
শুধু ইউটিউব শো নয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও বিষয়টি নিয়ে সরব এই সাবেক অধিনায়ক। এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ সীমিত শক্তি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একই ধরনের অবস্থান নিতে পারবে কি না সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি।
লতিফের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয়। তবে দুই দেশের সম্পর্ক এবং বিশ্বকাপ ঘিরে চলমান টানাপোড়েনের মধ্যে তাঁর বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন গণমাধ্যম মতে পাকিস্তান ইতিমধ্যেই আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষ সমর্থন দিয়েছে। এছাড়াও বাংলাদেশের নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারেও পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছে।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৬/টিএ
