Connect with us
ক্রিকেট

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে সাবেক বিসিসিআই কর্তার প্রতিক্রিয়া

IPL
আইপিএল ট্রফি। ছবি: সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে দুইদেশের ক্রিকেট অঙ্গনে। ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার কথা জানিয়ে ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুমের সব ম্যাচের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।

আজ (সোমবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আইপিএল নিষিদ্ধের কথা বলা হয়েছে। মুস্তাফিজুর রহমানকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত করেছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘ এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’



বাংলাদেশের এমন সিদ্ধান্ত বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআইয়ের এক সাবেক কর্মকর্তা।

সংবাদ সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এই সাবেক কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন তারা। বিসিসিআইয়ের সাবেক ওই কর্মকর্তা বলেন, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যেই যা করা সম্ভব, সেটাই করেছে। বিষয়টি তাদের ব্যথিত করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। তবে এতে ভারত বা আইপিএলে তেমন বড় প্রভাব পড়বে বলে মনে করি না।’

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতার ইডেন গার্ডেন্সসহ ভারতের একাধিক ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ নির্ধারিত ছিল। মুস্তাফিজ ইস্যু শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়ছে। আইপিএলের সম্প্রচার স্থগিতের সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সামনের দিনগুলোতে বিশ্বকাপের সূচি ও ভেন্যু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট