
চুক্তি মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের। এই কিউই কোচের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। নাহিদ-তাসকিনদের নতুন পেস বোলিং কোচ এই সাবেক গতি তারকা।
আজ সোমবার (১২ মে) বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী আড়াই বছর নাহিদ-তাসকিনদের সঙ্গে কাজ করবেন টেইট। ৪২ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। চলতি মাসের শেষের দিকে লাল-সবুজের শিবিরে যোগ দেবেন এই অজি কোচ।
আরও পড়ুন:
» বোর্ডের অনুরোধ রাখলেন না কোহলি, টেস্ট থেকে অবসর ঘোষণা
» বড় জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত টেইট। নাহিদ-তাসকিনদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন এই সাবেক গতিময় পেসার। এছাড়া টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন এই সাবেক পেসার।
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে টেইট বলেন, ‘একটা ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। তারা এখন নতুন যুগে পা দিয়েছে। সাম্প্রতিককালে তরুণ প্রতিভাবানদের নিয়ে অনেক কথা হয়েছে, বিশেষ করে দলে অনেক তরুণ পেসার আছে যা দারুণ ব্যাপার।’
বাংলাদেশ দলে যোগ দিয়েই ভালো ফলাফল এনে দিতে বদ্ধপরিকর টেইট। তিনি বলেন, ‘এটা কোনো ডেভেলপমেন্ট দল নয়, এটা আন্তর্জাতিক ক্রিকেট। তাই এখানে সবার মনোযোগ থাকে ফলাফলের দিকে। আমারও সেদিকেই মনোযোগ। এই দলকে যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’
এছাড়া টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন টেইট, ‘বাংলাদেশের দলের কোচ হওয়াটা আমার জন্য যতটা রোমাঞ্চের, একইসঙ্গে ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা রোমাঞ্চকর। সামনে আমাদের যে যাত্রা অপেক্ষা করছে তা নিয়ে বেশ উচ্ছ্বসিত আমি।’
২০১৭ সালে ক্রিকেটকে বিদায় জানান টেইট। এরপর যুক্ত হন কোচিং পেশায়। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই সাবেক গতিময় তারকা।
ক্রিফোস্পোর্টস/১২মে২৫/বিটি
