Connect with us
ক্রিকেট

নিরাপত্তাজনিত কারণে ভারত ছাড়তে চান বিদেশি ক্রিকেটাররা!

Travis Head and Pat Cummins in IPL
আইপিএল অজি ক্রিকেটার। ছবি- সংগৃহীত

গেল কিছুদিন যাবত উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মাঝে। প্রতিবেশী দু’দেশের হামলা পাল্টা-হামলার রেশ দেখা গেছে ক্রিকেটাঙ্গনেও। ইতোমধ্যেই পিএসএল সরিয়ে নেয়া হয়েছে পাকিস্তান থেকে। অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতে চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আইপিএল নিয়েও।

এবার দুদেশের অস্থিরতারতায় নিরাপত্তা সঙ্কট দেখছেন দেশটিতে আইপিএল খেলতে অবস্থান করা অসংখ্য বিদেশি ক্রিকেটার। মধ্যে বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটারটা নিজ দেশে ফিরে যেতে চাইছেন যত দ্রুত সম্ভব। আজ (শুক্রবার) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’।

গতকাল বৃহস্পতিবার হামলা হতে পারে এমন আতঙ্কে আইপিএলে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়ে যায়। পরে ম্যাচ ভেন্যু ধর্মশালা থেকে বিশেষ বিশেষ নিরাপত্তায় ক্রিকেটারদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও দিল্লির ঠিক কোথায় ক্রিকেটারদের রাখা হয়েছে তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি গণমাধ্যমটি।

আরও পড়ুন:

» আরও একটি বড় অর্জনের সামনে ক্রিস্টিয়ানো রোনালদো

» বাংলাদেশের সাফ আজ শুরু, সরাসরি দেখবেন যেভাবে

অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত এজেন্টের বরাত দিয়ে সেই প্রতিবেদন করেছে ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’। এবারের আইপিএলে অজি ক্রিকেটারদের মধ্যে খেলছেন জাতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শসহ আরও কয়েকজন। এছাড়া কোচ হিসেবে আছেন রিকি পন্টিং ও ব্র্যাড হাডিন।

গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আইপিএলের প্রধান নির্বাহী (সিইও) অরুণ ধুমাল জানান, পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে তারা। সরকার থেকে কোন নির্দেশনা আসেনি। তবে কোন নির্দেশনা এলে যেকোন ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত তারা। আইপিএলের সকল সিদ্ধান্ত নেয়া হবে সরকারের অবস্থান অনুসারে।

ক্রিফোস্পোর্টস/৯মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট