Connect with us
ফুটবল

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

Ritu Porna Chakma
ঋতুপর্ণা চাকমা। ছবি- সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য বেগম রোকেয়া পদক পেতে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে এই সম্মানসূচক পদকটি পেতে যাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের এই তারকা। 

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান উল্লেখ করে পুরস্কারটি প্রদান করে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সমাজের নানা ক্ষেত্রে নারী জাগরণ সৃষ্টিতে যারা অবদান রাখছেন, তাদেরকে এই পদক প্রদান করা হয়।

তবে সমাজের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়া সেক্টরে নারীদের অবদানের জন্য বিগত সময়ে ক্রীড়াবিদদের রোকেয়া পদক পুরস্কৃত করা হয়নি। গত বছর প্রথমবারের মতো এই পদক পেয়েছিলেন কিংবদন্তী দাবাড়ু রাণী হামিদ। এবার জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা এই পদক পেতে যাচ্ছেন।



মূলত চলতি বছর এক নতুন উচ্চতা পেয়েছে দেশের নারী ফুটবল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি। নারী ফুটবলে এই নতুন উচ্চতা অর্জনে বড় ভূমিকা ছিল ঋতুপর্ণার। তার জোড়া গোলেই শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের দল।

Rituporna Chakma

মিয়ানমারের বিপক্ষে দ্বিতীয় গোল করার পর বিশ্বাস হচ্ছিলো না ঋতুপর্ণার। ছবি- সংগৃহীত

তবে শুধু এশিয়ান কাপ বাছাই নয়, এর আগেও নারী ফুটবলের বিভিন্ন অর্জনে অবদান ছিল ঋতুপর্ণার। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশের সাফজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০২২ আসরে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। সবশেষ ২০২৪ আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।

MVP 2024 Women’s SAFF- Ritu Porna Chakma

২০২৪ নারী সাফে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ঋতুপর্ণা। ছবি- সংগৃহীত 

পাহাড়ি কন্যা ঋতুপর্ণা রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের নারী ফুটবলের বড় তারকায় পরিনত হয়েছেন। তারই স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেতে যাচ্ছেন ঋতুপর্ণা।

ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। প্রতিবছর এই দিনে রোকেয়া দিবস পালন করা হয়। আগামীকাল (মঙ্গলবার) রোকেয়া দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে ঋতুপর্ণার হাতে এই পদক হস্তান্তর করা হবে।

ক্রীড়াঙ্গনে ঋতুপর্ণার পাশাপাশি নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য ঋতুপর্ণা চাকমা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল