Connect with us
ফুটবল

ম্যাচসেরার পুরস্কার হিসেবে ফুটবলার পেলেন ‘৫৫ কেজি আলু’!

Footballer receives '55 kg of potatoes' as Man of the Match award!
ডেনিশ লিগে ম্যাচসেরা হয়ে ফুটবলার পেয়েছেন ৫৫ কেজি আলু। ছবি- সংগৃহীত

ম্যাচসেরার পুরস্কার—‘৫৫ কেজি আলু’! শুনে মনে হতে পারে হয়ত পাড়ার কোনো টুর্নামেন্টের ম্যাচে দেওয়া হয়েছে এমন পুরস্কার। কিন্তু না, পাড়ার কোনো খেলা নয়, ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ৫৫ কেজি আলু!

গত রোববার (৩ আগস্ট) ড্যানিশ সুপারলিগার ম্যাচে ঘরের মাঠে নর্ডসজেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় সন্ডারিউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন সন্ডারিউস্কের ফরাসি ডিফেন্ডার ম্যাক্সিম সৌলাস। ম্যাচশেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। তবে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় ৫৫ কেজি আলু।

তবে আলুগুলো বাড়িতে নেননি সৌলাস। তিনি সেগুলো ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিনে দেন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে সৌলাস বলেছেন, ‘আমি আলুগুলো নেইনি। সেগুলো ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি। এর মধ্যে ওরা কিছু আলু ওরা স্থানীয় স্যুপ কিচেনে দান করেছে।’



সাধারণত বড় বড় টুর্নামেন্টের খেলায় ম্যাচসেরার পুরস্কার হিসেবে ছোট কোনো ট্রফি বা ক্রেস্টের সঙ্গে আর্থিক পুরস্কার হিসেবে চেক দেওয়া হয়ে থাকে। তবে এমন ব্যতিক্রমী পুরস্কারের উদাহরণ এর আগেও অনেক দেখা গেছে। সম্প্রতি নরওয়েতে একটি ফুটবল ম্যাচে ঘটেছে এমন ঘটনা। ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ডিম, দুধ ও ওটস।

নরওয়ের প্রথম বিভাগের লিগে ব্রাইন এফসির ও ভাইকিংস এফসির মধ্যকার ম্যাচে ৩-১ গোলে হেরে যায় ব্রাইন এফসি। তবে হেরেও ম্যাচসেরার পুরস্কার পান ব্রাইন এফসির লেফটব্যাক লাসে কভিগস্তাদ। এরপর তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ১০০টি ডিম, ২০ লিটার দুধ ও ৪০ প্যাকেট ওটমিল।

এছাড়া বাংলাদেশেও এমন অদ্ভুত পুরস্কার প্রদানের ঘটনা রয়েছে। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট।

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল