
উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে গতকাল রাতে বার্সেলোনাকে কাঁদিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। বহুল নাটকীয়তায় ঘেরা এই ম্যাচে সময়ের সাথে লিড নিয়েছে উভয় দল। তবে শেষ মুহূর্তের জাদুতে ম্যাচটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক মিলান। পাশাপাশি এক বিরল ঘটনার স্বাক্ষী হলো ফুটবল বিশ্ব।
গতকাল ঘরের মাঠ সান সিরোতে সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করেছে মিলান। এর আগে সেমির প্রথম লেগে ৩-৩ গোলে ম্যাচ সমতা হয়েছিল উভয় দলের। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোল পরাজিত হয় বার্সেলোনা। আর গোল করার দিক থেকেই এই সেমিফাইনাল ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।
কেননা এবারের বার্সা-মিলান সেমিফাইনালে দুই দল মিলিয়ে গোল করেছে মোট ১৩টি। ১৯৫৫ সাল থেকে শুরু হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর। ৭০ বছরের ইতিহাসে প্রথমবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে এর চেয়ে বেশি গোল দেখেনি ফুটবল বিশ্ব। বিরল এই রেকর্ড যৌথভাবে নিজেদের করে নিয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলান।
আরও পড়ুন:
» বিব্রতকর রেকর্ড গড়ে শচীনের পাশে নাম লেখালেন গিল
» ৭ গোলের নাটকীয় ম্যাচে বার্সাকে কাঁদিয়ে ফাইনালে মিলান
অবশ্য এর আগে ২০১৮ সালেও এক সেমিফাইনালে ১৩ গোল দেখা গিয়েছিল। ইংল্যান্ডের ক্লাব লিভারপুল এবং ইতালিয়ান ক্লাব রোমার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ। সেবার ঘরের মাঠে প্রথম লেগে ৫-২ গোলে জয় পায় লিভারপুল। তবে ফিরতি লেগে তারা হেরে বসে ৪-২ গোলে। যদিও দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে লিভারপুল।
এই দুই ঘটনা ব্যতীত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এত বেশি গোল দেখা যায়নি আর কখনো। বিরল এই রেকর্ড গড়ার অংশ হয়েও হয়তো খুব একটা সন্তুষ্ট হবে না বার্সেলোনা। কেননা দুই লেগ মিলিয়ে ৬ গোল করেও ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে পারেনি তারা। অপরদিকে সর্বশেষ তিন মৌসুমে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো ইন্টার মিলান।
ক্রিফোস্পোর্টস/৭মে২৫/এফএএস
