Connect with us
ক্রিকেট

অবশেষে পাওয়া গেল পাকিস্তান সিরিজের সম্প্রচারক চ্যানেল

Bangladesh vs Pakistan_T20 series
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- পিসিবি

বাংলাদেশের ক্রিকেটের বাজারে মন্দা চলছে। জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেটের প্রতি আগ্রহ হারাচ্ছেন সমর্থকেরা। যার প্রভাব পড়েছে সম্প্রচার স্বত্বেও। টাইগারদের ধারাবাহিক ব্যর্থতায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোও আগ্রহ দেখাচ্ছে না।

ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের টিভি সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান। যার ফলে শেষ পর্যন্ত দেশের সরকারি সম্প্রচারকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সিরিজের দুটি টেস্ট সম্প্রচারিত হয়েছিল।

এবার জুলাইয়ে আসন্ন পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়েও বিপাকে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচারক পাচ্ছিল না বোর্ড। অবশেষে সম্প্রচারকারী প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে বিসিবি।

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল টি স্পোর্টস। আজ শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন:

» পারল না বাংলাদেশ, সেমিতে জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ

» ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার 

আগামী ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। টেস্টে ১-০ এবং ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা। গতকাল মাঠে গড়িয়েছে প্রথম টি-টোয়েন্টি। সে ম্যাচেও হেরেছে লিটনরা। আগামী ১৩ ও ১৬ জুলাই বাকি দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। এরপর পাকিস্তান সিরিজের জন্য দেশে ফিরবে দলটি।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট