ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (শনিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুইশ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। পরে বোলিংয়ে ইনিংসের ১২তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন রিশাদ হোসেন। দারুণ এক ডেলিভারিতে অ্যালিক অ্যাথেনজিকে এলবিডব্লিউর শিকার বানান এই লেগি। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। ৩৬ বলে ৩ চার ও ১ ছয়ের মারে ২৭ রান করে বিদায় নিতে হয় তাকে।
রানতাড়ায় নেমে প্রথম দুই ওভারে কোনো রান তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মেডেন ওভার করেন তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম। পরের ওভারেই ফুসে ওঠে ক্যারিবিয়ানরা। তাসকিনের ওভারে এক চার ও এক ছক্কায় ১০ রান নেন তারা। চতুর্থ ওভারে আরও মারকুটে ব্যাটিং প্রদর্শন করে সফরকারীরা। তানভীরের ওভারে ৩ চার ও এক ছক্কায় ১৮ রান নেন অ্যাথেনজি।
অবশ্য এরপর রান তোলার গতি কিছুটা কমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। দেখেশুনে খেলেতে থাকেন তারা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। এরপর ইনিংসের ১২তম ওভারে নিজের প্রথম স্পেলেই উইকেট তুলে নেন রিশাদ।
এরপর তিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ক্যাসি কার্টি। তাকে ক্রিজে সেট হতে দেননি রিশাদ। ইনিংসের ২০তম ওভারে ফের আঘাত হানেন এই লেগি। রিশাদের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন কার্টি। সাজঘরে ফেরার আগে ৩০ বলে মোকাবিলা করে ৯ রান করেন এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান। ৫৩ বলে ৪১ রানে ব্যাট করছেন ব্রান্ডন কিং। নতুন ব্যাটার হিসেবে তাকে সঙ্গ দিতে এসেছেন অধিনায়ক শাই হোপ।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/বিটি