অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের ট্রফি জিততে না পারলেও টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়েই দেশে ফিরছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটো ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। আজ সিরিজের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয়েছে সফরকারীদের।
আজ (শনিবার) ব্রিসবেনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল। এটি ছিল অস্ট্রেলিয়ার জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। কিছু সময়ের জন্য ম্যাচটি মাঠে গড়ালেও পরবর্তীতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে ভারতের উদযাপন। ছবি- সিএ
এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান সংগ্রহ করে ভারত। এরপরেই আবহাওয়া খারাপ হতে থাকলে খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরপর শুরু হয় বৃষ্টি। মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও আবহাওয়া খারাপ ছিল। পরবর্তীতে ফেরে বৃষ্টি হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এই সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অভিষেক শর্মা। সিরিজের দুটো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সবগুলোতেই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন অভিষেক। ৫ ইনিংসে ৪০.৭৫ গড় ও ১৬১.৩৯ স্ট্রাইক রেটে ১৬৩ রান করেছেন তিনি। এফ মধ্যে সর্বোচ্চ ৩৭ বলে ৬৮ রানের একটি ইনিংস রয়েছে।
টি-টোয়েন্টি সিরিজে ক্যানবেরায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে ভারতকে ৪ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর ঘুরে দাঁড়ায় ভারত। টানা দুই ম্যাচে জয় তুলে নেয় সফরকারীরা। হার্বার্টে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে এবং কুইন্সল্যান্ডে চতুর্থ ম্যাচে স্বাগতিকদের ৪৮ রানে হারায় টিম ইন্ডিয়া।
এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় ভারত। প্রথম দুই ওয়ানডে জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডেতে রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/বিটি