Connect with us
ক্রিকেট

এবারের বিপিএলে চূড়ান্ত পাঁচ দল, প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর

বিপিএল ২০২৫-২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি: সংগৃহীত

আগামী আসরে পাঁচ দল নিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতকাল (বুধবার) রাতে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সভা শেষে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। সিলেট পেয়েছে ক্রিকেট উইথ সামি, আর ঢাকার মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টসের (রিমার্ক–হারল্যান) কাছে।

সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করে, বিশেষ করে আর্থিক স্বচ্ছতা ও পরিচালন সক্ষমতা যাচাই করে এই পাঁচটি দল চূড়ান্ত করেছি।’



বিসিবি জানিয়েছে, প্রতিটি দলের সঙ্গে আলোচনা করে নাম ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরে নির্ধারণ করা হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়া হচ্ছে। তবে আগামীকাল থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা না দিলে তারা প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।

আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

এর আগে আসন্ন দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়েছে। বাকি আটটি প্রতিষ্ঠানের মধ্য থেকেও সবাই ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে না।

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আগ্রহী মালিকদের বৃত্তান্ত যাচাইয়ের জন্য আইসিসির দুর্নীতি দমন বিভাগে পাঠানো হয়েছিল। সেখান থেকে জানানো হয়, দু-একজন মালিকের নাম ‘রেড ফ্ল্যাগড’ বা সন্দেহভাজন তালিকায় রয়েছে।

এর পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠান আর্থিক ও প্রশাসনিক শর্তও ঠিকভাবে পূরণ করতে পারেনি। ফলে গভর্নিং কাউন্সিল মনে করেছিল, আটটির মধ্যে চারটির বেশি প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া সম্ভব হবে না। অবশেষে পাঁচটি দলকে বিপিএলের সবুজ সংকেত দেওয়া হলো। শেষ পর্যন্ত দলের সংখ্যা বাড়ে কি না সেটা সময়ই বলে দিবে।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট