Connect with us
ক্রিকেট

শেহবাজ-নাকভি বৈঠক

পাকিস্তানের বিশ্বকাপ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

PCB chairman Mohsin meets PM Shehbaz Sharif (1)

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ঘোষণার পর এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান। টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা সোমবার (২ ফেব্রুয়ারি) জানানো হবে বলে নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। খবর- জিও নিউজ।

সোমবার (২৬ জানুয়ারি) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠকে বিশ্বকাপের ভাগ্য নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

পরে নিজের এক্স একাউন্টে এক পোস্টে মহসিন নাকভি বলেন, প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসি-র বিষয়টি সম্পর্কে আমি তাকে বিস্তারিত অবহিত করেছি এবং তিনি সব ধরনের বিকল্প পথ খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে।



সম্প্রতি আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ। বিসিবি প্রস্তাব দিয়েছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার (হাইব্রিড মডেল)। তবে আইসিসি কোনো নিরাপত্তা ঝুঁকি না দেখে সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

শুরু থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘একপাক্ষিক’ হিসেবে দেখছেন। যদিও গতকাল পাকিস্তান ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে, তবে নাকভি স্পষ্ট করেছেন যে দলের অংশগ্রহণ সম্পূর্ণভাবে সরকারের অনুমোদনের ওপর নির্ভরশীল।

বৈঠক শেষে নাকভি বলেন, আমরা বাংলাদেশের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই সিদ্ধান্ত এখন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে। আগামী কয়েক দিনের মধ্যে আমরা চূড়ান্ত অবস্থান পরিষ্কার করব।

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট