নারী ফুটবল লিগের ম্যাচে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু শনিবার কমলাপুরে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও কাচারিপাড়া উন্নয়ন সংস্থার ম্যাচে উত্তেজনা ছাড়িয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে। মারামারি, লাল কার্ড, দীর্ঘ সময় খেলা বন্ধ থাকা সবই ছিল এই ম্যাচে। তবে সবকিছুর মধ্যেও গড়ে ওঠে লিগ ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের গল্প।
ম্যাচের ২১ মিনিটে ঘটনার সূত্রপাত। কাচারিপাড়ার সাবিত্রি ত্রিপুরার কারণে পড়ে যান ফরাশগঞ্জের মনিকা চাকমা। রেফারি ফাউলের বাঁশি না বাজানোয় ক্ষোভে ফেটে পড়েন মনিকা। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল হয়, যখন দুই দলের একাধিক খেলোয়াড় এতে জড়িয়ে পড়েন। তহুরা খাতুন ও মারিয়া মান্দারারাও এই ঝামেলায় এগিয়ে আসেন।
প্রায় সাত মিনিটের বিশৃঙ্খলার পর রেফারি লাল কার্ড বের করতে বাধ্য হন। ২৮ তম মিনিটে লাল কার্ড দেখানো হয় ফরাশগঞ্জের মনিকা চাকমা ও কাচারিপাড়ার শেখ সামিয়া আক্তারকে। পরে সিদ্ধান্ত বদলে শুধু সাবিত্রি ত্রিপুরাকে লাল কার্ড দেখানো হয়। ফরাশগঞ্জ অধিনায়ক মারিয়া মান্দারা পান হলুদ কার্ড। রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট কাচারিপাড়ার খেলোয়াড়েরা বেশ কিছুক্ষণ ডাগআউটে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর ম্যাচ আবার শুরু হলে মাঠের চিত্র পুরোপুরি বদলে যায়। বিতর্কের আগে ও পরের সময়টা একতরফাভাবে দখলে রাখে ফরাশগঞ্জ। কাচারিপাড়ার ডিফেন্স ভেঙে গোলের পর গোল করতে থাকে আবু ফয়সাল আহমেদের দল। প্রথমার্ধে ৮ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও ১৫ গোল করে ফরাশগঞ্জ। শেষ পর্যন্ত ২৩-০ ব্যবধানে জয় পায় তারা। নারী লিগের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়।
এদিকে, দিনের অন্য ম্যাচগুলোতে নাটকীয়তা ছিল ভিন্ন রকম। দিনের প্রথম ম্যাচে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে লিগে প্রথম জয় পায় পুলিশ এফসি। ম্যাচের ২০ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে বল পেয়ে জোরালো শটে গোল করেন সানজিদা আক্তার। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ায় পুলিশ। বক্সের ভেতরে ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে আইরিন খাতুন গোল করলে নিশ্চিত হয় জয়।
ম্যাচসেরা হয়ে সানজিদা বলেন, সুযোগ তৈরি হলেও আরও গোল করা যেত। তবে তিন পয়েন্ট পাওয়াটাই ছিল তাদের মূল লক্ষ্য।
দিনের শেষ ম্যাচে সিরাজ স্মৃতি সংসদ ও বাংলাদেশ আনসার ও ভিডিপি গোলশূন্য ড্র করে। এই ড্র দিয়ে প্রথম পয়েন্ট পেল আনসার ও ভিডিপি। সিরাজ স্মৃতি সংসদ আগের ম্যাচে কাচারিপাড়াকে বড় ব্যবধানে হারালেও এদিন গোলের দেখা পায়নি।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/টিএ
