Connect with us
ফুটবল

নারী বিশ্বকাপে ফিফার বড় ঘোষণা, সুযোগ বাড়বে বাংলাদেশের

Women Fifa world cup and Fifa president
নারী ফিফা বিশ্বকাপ ও ফিফা সভাপতি। ছবি- সংগৃহীত

নারী বিশ্বকাপ সামনে রেখে বিশাল এক ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা– ফিফা। যেখানে সর্বোচ্চ ৪৮ দল নিয়ে আয়োজিত হবে ২০৩১ বিশ্বকাপ আসর। বেশ কিছুদিন ধরে এই আলোচনা চললেও এবার আনুষ্ঠানিকভাবে এক ভার্চুয়াল সভায় দল সংখ্যা বাড়ানোর অনুমোদন দিয়েছে ফিফা।

সর্বশেষ ২০২৩ নারী বিশ্বকাপে ৩২ দল নিয়ে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট। আগামী ২০২৭ মৌসুমেও অপরিবর্তিত থাকবে এই সংখ্যা। তবে পরবর্তী ২০৩১ সালের আসর থেকে আসতে যাচ্ছে এই বড় পরিবর্তন। দলের সংখ্যা বাড়ায় যেখানে সুযোগ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের মতো ছোট দল গুলোরও।

এর আগে এশিয়া অঞ্চলের নারী বিশ্বকাপ বাছাই পর্ব হিসেবে কাজ করত এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। তবে ফিফার আরেক ঘোষণা অনুযায়ী ২০৩১ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য এশিয়া অঞ্চলের দেশগুলোর এশিয়ান কাপ বাছাই পর্ব খেলা বাধ্যতামূলক হবে না। তাদের জন্য থাকবে পৃথক বিশ্বকাপ বাছাই পর্ব।

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকার কোচ হলেন তিনি, কে এই কনরাড?

» আরব আমিরাতে হচ্ছে না পিএসএলের বাকি অংশ

এর আগে বাংলাদেশ কেবল দুই দফা এশিয়া কাপ বাছাইপর্ব খেলেছিল ২০১৪ ও ২০২২ সালে। সেই দুই আসরে খেলা পাঁচ ম্যাচের সবটিতে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গেল দুই আসরে টানা সাফ চ্যাম্পিয়ন হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে বাংলার মেয়েদের। তাই আসন্ন এশিয়া কাপ বাছাইয়ে নজর বাংলাদেশের।

৩২ দলের আসরে এশিয়া অঞ্চল থেকে ৬ দল বিশ্বকাপে খেলার সুযোগ পেত। এবার দল সংখ্যা বাড়ায় এই অঞ্চল থেকে অন্তত ৮ দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার। এদিকে দল বাড়ায় বিশ্বকাপের মেয়াদও বাড়বে ১ সপ্তাহ। ১২ গ্রুপের টুর্নামেন্টে ম‍্যাচের সংখ‍্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। 

পুরুষদের বিশ্বকাপের পাশাপাশি নারী বিশ্বকাপের উন্মাদনাও দিন দিন বেড়ে চলেছে। তাই ২০১৯ সালে ফ্রান্সে ২৪ দল নিয়ে উইমেন’স বিশ্বকাপ হলেও চার বছর পর গেল ২০২৩ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় ৩২ দলের আসর। সেবার সিডনির ফাইনালে প্রায় ৭৬ হাজার দর্শক উপস্থিত ছিল। এবার ২০৩১ আসর থেকে আরও বাড়ল দল সংখ্যা।

ক্রিফোস্পোর্টস/১০মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল