Connect with us
ক্রিকেট

২০২৬ ফুটবল বিশ্বকাপের মাসকট উন্মোচন করল ফিফা

FIFA unveils the mascot for the 2026 Football World Cup.
২০২৬ ফুটবল বিশ্বকাপের মাসকট। ছবি- ফিফা

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছর সময়ও বাকী নেই। গত জুনে শুরু হয়েছে এক বছরের কাউন্টডাউন। আগামী বছরের জুনে শুরু হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। এই বিশ্ব আসরকে সামনে রেখে মাসকট উন্মোচন করেছে ফিফা।

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে। একসঙ্গে তিন দেশে হওয়ায় মাসকটেও বড় চমক দেখিয়েছে ফিফা। তিন দেশের জন্য তিনটি আলাদা আলাদা মাসকট উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপের তিন মাসকট হলো কানাডার ‘ম্যাপল দ্য মুস’, যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য বল্ড ঈগল’ আর মেক্সিকোর ‘জায়ু দ্য জাগুয়ার’। এই প্রাণী চরিত্রগুলো তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে। এ প্রসঙ্গ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ম্যাপল, জায়ু আর ক্লাচ হচ্ছে আনন্দ, শক্তি আর একতার প্রতীক। এগুলো ফিফা বিশ্বকাপের মূল চেতনাকে ধারণ করছে।’



এর আগে সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের মাসকট ছিল ‘লাইব’। এটি আরব সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছিল। একইভাবে এই তিনটি প্রানী চরিত্রও তিনটি দেশের সংস্কৃতির সঙ্গে ফুটবলের মেলবন্ধন ঘটিয়েছে।

‘ম্যাপল দ্য মুজ’ হলো কানাডিয়ান হরিণ। এটি কানাডার সব প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ করে ও সংস্কৃতিকে তুলে ধরে। গোলরক্ষকের ভূমিকা আছে এই মাসকটটি। যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য ঈগল’ হচ্ছে আকাশে উড়ে বেড়ানো এক আত্মবিশ্বাসী চরিত্র। এই মাসকটকে রাখা হয়েছে মিডফিল্ডারের ভূমিকায় যা মাঠের মধ্যমাঠে খেলে দলের সমন্বয় ঘটায়। আর জায়ু দ্য জাগুয়ার’ মেক্সিকোর নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে মেক্সিকান সংস্কৃতিকে ধারণ করে। এই চরিত্রকে রাখা হয়েছে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে।

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১০৪টি।

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট