Connect with us
ফুটবল

রোনালদোর ছবি নিয়ে বিতর্কের জেরে পোস্টার সরিয়ে নিল ফিফা

Fifa poster and Ronaldo
ফিফার পোস্টার ও রোনালদো। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।বিশ্বকাপের ২৩ তম আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ইভেন্টের প্রথম অফিসিয়াল পোস্টার গতকাল প্রকাশ করেছিল ফিফা। তবে পোস্টারে ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি। তাতে বেশ চাপের মুখে পড়তে হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। চাপের মুখে শেষ পর্যন্ত ওই প্রচারণামূলক পোস্টার মুছে ফেলল ফিফা।

আগামী বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফুটবল বিশ্বকাপের। তার আগে আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। মুলত ড্র’কে সামনে রেখে প্রচারণা চালাতেই ওই পোস্টার তৈরি করেছিল ফিফা। যেখানে এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাওয়া ৪২ দলের একজন করে সেরা ফুটবলারের ছবি রাখা হয়েছিল।

পোস্টারটিতে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী হিসেবে লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের হ্যারি কেন এবং নরওয়ের আর্লিং হাল্যান্ডকে রাখা হয়েছিল।



কিন্তু পর্তুগালের প্রসঙ্গ আসতেই বিতর্ক তৈরি হয়। দলটি থেকে প্রত্যাশিতভাবেই থাকার কথা ছিল রোনালদোর। কিন্তু সাত নম্বর জার্সধারীর পরিবর্তে ম্যানচেস্টারের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের ছবি রেখেছিল ফিফা। তাতেই নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়। রোনালদোকে বিশ্বকাপ প্রচারণায় না রাখায় ফিফার কড়া সমালোচনা করতে থাকেন ভক্তরা। এরপরই পোস্টার মুছে ফেলে ফিফা।

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। ইতিমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ৪২ টি দল। বাকি ৬ টি দল নির্ধারিণ হবে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে।

ইতোমধ্যে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে রোনালদোর পর্তুগাল। বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। ফলে বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে দেখা যাবে না এই পর্তুগিজ মহাতারকাকে।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল