Connect with us
ফুটবল

তারিক কাজীর প্রশংসা করে ফিফার পোস্ট

Tarik Kazi (1)
ফিফার প্রশংসায় ভাসছেন তারিক কাজী। ছবি- সংগৃহীত

‎বাংলাদেশ ফুটবল দলের ডান পাশের রক্ষণভাগের খেলোয়াড় তারিক কাজীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ কতৃপক্ষ ফিফা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্ডার এর প্রতিরক্ষায় মুগ্ধ তারা।

‎আগামী ৯ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্ব পর্ব খেলতে মাঠে নামবে তারিক কাজীরা। তার আগে ফিফার প্রশংসায় ভাসছেন এই ফুটবলার।

রোববার (৫ অক্টোবর) ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজ— ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ থেকে তারিক কাজীর প্রশংসা করে একটি পোস্ট করা হয়।



পোস্টে তার ছবি যুক্ত করে ক্যাপশনে বাংলায় লেখা হয়, ‘রক্ষণের অবিচ্ছেদ্য প্রাচীর’। পোস্টের সঙ্গে যুক্ত করা হয় বাংলাদেশের একটি পতাকা এবং তলোয়ার।

তারিক কাজীর ‎জন্ম ফিনল্যান্ডে, খেলেছেন দেশটির বয়স ভিত্তিক দলেও। ইউরোপীয় ফুটবলে ভালো করার সুযোগ থাকলেও লাল সবুজের জার্সি গায়ে জড়ান এই বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্ডার।

‎তারিকের বাবা শহীদুল কাজী একজন বাংলাদেশি। ১৯৮০-এর দশকে ফিনল্যান্ড প্রবাসী হন তিনি। মা ফিনিশ, নাম আনু পিলয়া। চার ভাই-বোনের মধ্যে তারিক দ্বিতীয়। বাবার গ্রামের বাড়ি নওগাঁতে। প্রবাসী ফুটবলার হিসেবেই ২০২১ সালে বাংলাদেশ দলে অভিষেক হয় তার।

তিনি মূলত রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলতে মাঠে নামেন। তবে মাঝেমধ্যে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। ডিফেন্ডার হিসেবে প্রতিপক্ষের সামনে দাড়িয়ে যান দেওয়াল হয়ে।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল