Connect with us
ক্রিকেট

ক্যারিয়ার নষ্টের অভিযোগ তুলে বিচার চাইলেন নারী ক্রিকেটার

Rumana Ahmed
রুমানা আহমেদ। ছবি- ক্রিকইনফো

দীর্ঘদিন যাবত বাংলাদেশ নারী জাতীয় দলের বাইরে আছেন রুমানা আহমেদ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গুরুতর অভিযোগ জানিয়েছেন এই অলরাউন্ডার। নিজের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের জন্য চেয়েছেন বিচার।

আজ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে বিসিবিকে খোলা চিঠি দিয়ে রুমানা লিখেছেন, ‘বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিক-নৈরাজ্যমূলক ঘটনা চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়াই তিন বছর তো তো কোনো কৌতুকের কিছু না।’

বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন ৫০ ও ৮৭ ম্যাচ। দুই সংস্করণেই ৮০০-এর বেশি রানের পাশাপাশি শিকার করেছেন ১২৫ উইকেট। তিনি আরও লিখেন, ‘আমি কখনোই বাজে ক্রিকেট খেলিনি। অনৈতিক কাজও করিনি। জ্যেষ্ঠতা কখনোই অভিশাপ হতে পারে না। যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করেছে, তার বিচার চাই।’


আরও পড়ুন:

» আমিরাতের কাছে হারের কারণ জানিয়ে যা বললেন লিটন

» কমতে পারে পাকিস্তান সফরে ম্যাচ! কেন বিসিবির এমন প্রস্তাব?


 

এর আগে দুই বছর আগে ‘নো মোর ক্রিকেট’ লিখে ফেসবুকে পোস্ট করেছিলেন রুমানা। সেই পোস্টের আগে শ্রীলঙ্কা ও ভারত সিরিজ দলে ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার পর অবশ্য বিসিবি জানিয়েছিল, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এই লেগস্পিনিং অলরাউন্ডার সেটি অস্বীকার করে দাবি করেছিলেন, দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে।

ক্রিফোস্পোর্টস/২০মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট