Connect with us
ক্রিকেট

বিপিএলে নোয়াখালীর হয়ে খেলবেন বাবা-ছেলে

Mohammad Nabi and his son
মোহাম্মদ নবী ও তার ছেলে। ছবি: সংগৃহীত

আফগানিস্তান জাতীয় দলে ছেলের সঙ্গে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। এখনো সেই লক্ষ্য পূরণ না হলেও এবার একই দলের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় বাবা-ছেলে।

এবার বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস দলে ভিড়িয়েছে মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইসাখিল। অভিজ্ঞ আফগান তারকাকে তারা আগেই নিয়েছিল ফ্রাঞ্চাইজিটি, এবার ঘোষণা দিলো হাসানকে নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবা-ছেলেকে দলে ভেড়ানোর তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে…এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’



২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন ১৯ বছর বয়সী ওপেনার হাসান। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনই অবসর না নেওয়ার ব্যাখ্যায় মোহাম্মদ নবি বলেন, ‘ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা আমার স্বপ্ন। আশা করি এটি পূরণ হবে। সে খুব ভালো করছে। সে অনেক পরিশ্রমী এবং আমি তাকে এই কাজে চাপ প্রয়োগ করি। আমি চাই সে তার নিজের লক্ষ্য স্থির করুক। উচ্চতর পর্যায়ের ক্রিকেটার হতে হলে, তাকে পরিশ্রম করতেই হবে। যখনই তার সঙ্গে আমার কথা হয়, আমি তার আত্মবিশ্বাস যোগানোর চেষ্টা করি।’

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাসান ইসাখিল বিপিএলে খেলার মাধ্যমেই প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে। এ ছাড়া প্রথম শ্রেণিতে ৪ এবং লিস্ট এ শ্রেণির ৫টি ম্যাচ খেলেছেন হাসান। যেখানে ডানহাতি এই ব্যাটার যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন।

এদিকে, বিপিএল নিলামের দিন চারেক পর ৪০ বছর বয়সী তারকা মোহাম্মদ নবিকে দলে ভেড়ানোর কথা জানায় নোয়াখালী। বয়সের অঙ্কটা ছুটতে থাকলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেন না এই আফগান তারকা। তাই তো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট