Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে খেলে ইতিহাস গড়লেন বাবা–ছেলে

Father and son make history by playing together in international cricket.
সুহাইল সাত্তার (ডানে) ও তার ছেলে ইয়াহিয়া। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন বাবা ও ছেলে। একই ম্যাচে একসঙ্গে খেলে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখালেন তিমুর-লেস্তের ক্রিকেটার সুহাইল সাত্তার ও তার ছেলে ইয়াহিয়া সুহাইল। তিমুর-লেস্তের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই এই কীর্তি গড়েছেন তারা। 

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে এই কীর্তি অর্জন করেন সাত্তার ও ইয়াহিয়া। অভিষেক ম্যাচে বাবা সাত্তারের বয়স ছিল ৫০ বছর এবং ছেলে ইয়াহিয়ার বয়স ১৭ বছর।

গত জুলাইয়ে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে তিমুর-লেস্তে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেয়েছে এই দেশটি। আইসিসির সদস্যপদ পাওয়ার পর নভেম্বরে এসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তিমুর -লেস্ত। মায়ানমার ও তিমুর-লেস্তকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে ইন্দোনেশিয়া।



গত ৬ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ১০ উইকেটে হেরেছে তারা। বালিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৬১ রান করে গুটিয়ে যায় তিমুর-লেস্তে। বাবা সাত্তার প্রথম ম্যাচে খেলেন ১৫ বলে ১৪ রানের ইনিংস। আর ছেলে ইয়াহিয়া ৬ বলে ১ রান করেন। জবাবে মাত্র ৪ ওভারেই ১০ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় ইন্দোনেশিয়া।

এদিকে পুরুষ ক্রিকেটে বাবা-ছেলে একসঙ্গে খেলার নজির প্রথমবার হলেও নারী ক্রিকেটে আগেই এমন এক নজির গড়েছেন মা-মেয়ে। চলতি বছর সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলের হয়ে ৪৫ বছর বয়সী মেট্টি ফার্নান্দেজ ও তার মেয়ে ১৭ বছর বয়সী নায়না মেট্টি সাজু একসঙ্গে খেলেছেন। সুইজারল্যান্ড নারী দলর হয়ে একসঙ্গে ছয়টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেন তারা।

অবশ্য ঘরোয়া ক্রিকেটে বাবা–ছেলে একসঙ্গে খেলা কিংবা একে অপরের বিপক্ষে খেলার একাধিক নজির রয়েছে। চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ শপাগিজায় মোহাম্মদ নবীর বিপক্ষে খেলেন তার ছেলে হাসান ইশাখিল। এছাড়া উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপল ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে একাধিক ম্যাচ খেলেছেন।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট