Connect with us
ক্রিকেট

নতুন করে বোর্ডে দায়িত্ব পেয়ে আশার কথা শোনালেন ফারুক

Faruq expresses optimism after being given a new role on the board.
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সহ-সভাপতি ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব পেয়েছেন বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হয়ে ফের বোর্ডে ফিরেছেন তিনি। নতুন বোর্ডে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গত বছরের আগস্টে সরকার পতনের পর দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তন এসেছিল। পরিবর্তনের সেই ছোঁয়া লেগেছিল দেশের ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পান ফারুক।

তবে দায়িত্ব পেয়ে নির্বাচনের আগ পর্যন্ত পূর্ণ সময়টা কাজ করতে পারেননি তিনি। তার নেতৃত্বাধীন বোর্ডের অধীনে অনুষ্ঠিত সবশেষ বিপিএলে চরম অব্যবস্থাপনা ফুটে ওঠে। তাছাড়া বেশকিছু অনিয়মের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এরপর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ মেয়াদের বোর্ডের সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।



নতুন বোর্ডে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চান ফারুক। তার একটাই লক্ষ্য দেশের ক্রিকেটের উন্নয়ন করা। ফারুক বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়া। মাঝখানে ছোট খাটো বিষয় থাকবে, তা মানিয়ে নিতে হবে।’

এর আগে অন্তর্বর্তীকালীন বোর্ডে ফারুক কিংবা আমিনুল দায়িত্বে থাকাকালীন পরিচালক কম ছিলেন। যে কারণে অনেকে একাই দুই-তিনটি পদের দায়িত্ব সামলেছেন। তবে এবার বোর্ডের সকল পরিচালকরা আছে। তাই এবার সবাই মিলে কাজ করতে সহজ হবে বলে মনে করেন ফারুক।

এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আমাদের বোর্ডটা এবার বড়। এর আগে আমি বা আমিনুল যে বোর্ড নিয়ে কাজ করেছে, তা ছোট ছিল। অনেককে একাধিক কমিটির দায়িত্ব সামলাতে হয়েছে। কাজটা খুব কঠিন ছিল। আশা করি, এবার সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কাজ করবে।’

প্রসঙ্গত, আজ সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন ফারুক। এই ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ৪২টি ভোট পেয়েছেন তিনি। পরবর্তীতে সহ-সভাপতির দুই পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটি ছাড়াই আরেক প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে নির্বাচিত হন ফারুক।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট