Connect with us
ক্রিকেট

সিদ্ধান্ত বদলের জন্য তামিমকে স্যালুট জানালেন ফারুক

Tamim and Faruqe
তামিমকে ফারুকের সাদুবাদ। ছবি: সংগৃহীত

ঢাকার ৪৫টি ক্লাব যখন প্রথম বিভাগসহ বিসিবির সব লিগ বর্জনের ঘোষণা দেয়, তখন সেই অবস্থানে ছিলেন তামিম ইকবালও। পরে নিজের ক্লাবকে মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন দেশের এই ওপেনার। বিষয়টি নিয়ে বুধবার মিরপুরে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ সরাসরি মন্তব্য করেন।

ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়ে শোনানোর পর সাংবাদিকদের প্রশ্নে ফারুক বলেন, তামিমের সিদ্ধান্তকে তারা সম্মান করেন। তার মতে, এখানে পরিষ্কার বলা আছে, আমরা তামিমকে স্যালুট জানিয়েছি। সিদ্ধান্ত বদলে খেলার পক্ষে দাঁড়ানোটা সাহসী কাজ। তামিম বুঝেছে লিগ বন্ধ থাকলে বাংলাদেশ ক্রিকেট আর খেলোয়াড়দের ক্ষতি ছাড়া কিছুই নেই।

সিসিডিএম প্রধান আদনান রহমান দিপনও সেই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ফারুক আশা প্রকাশ করেন, ক্লাবগুলোর অবস্থানও বদলাবে। তিনি বলেন, প্রায় অর্ধশত বছর ধরে তারা আমাদের ক্রিকেটের অংশ। আমরা সেটা স্বীকার করি। তবে প্রতিবাদ করতে চাইলে করুক, কিন্তু খেলা বন্ধ রেখে নয়। মাঠে খেলা চালু থাকাটাই সবচেয়ে জরুরি।



লিগ চালু না হলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের ইঙ্গিতও দেন তিনি। ফারুক আহমেদ বলেন, ক্লাব ক্রিকেট না হলে বোর্ড বসে থাকবে না। খেলোয়াড়দের মাঠে রাখতে টুর্নামেন্ট আয়োজন হবেই হোক সেটা বিজয় দিবস ক্রিকেট বা অন্য কোনো ফরম্যাট। অনেকগুলো ক্রিকেটার, তাদেরকে বসিয়ে ত রাখা যাবে না। বিকল্প ব্যবস্থা ভাবতেই হবে।

তবে তার মতে, ক্লাবগুলোকে নিয়েও বোর্ড ভাবছে, তবে অগ্রাধিকার এখন খেলা শুরু করা। খেলা বন্ধ থাকলে সবচেয়ে বড় ক্ষতি খেলোয়াড়দের। বাংলাদেশ ক্রিকেটও এর ধাক্কা সামলাতে পারবে না। অন্য কারও খুব একটা ক্ষতি হবে না, বলে মনে করেন বিসিবির এই পরিচালক। তবে ক্ষতি হবে ক্রিকেটারদের। তাই দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের কথা চিন্তা করে সবাইকে মাঠে ফেরার অনুরোধ করেছেন এই বোর্ড কর্মকর্তা।

পুরো ব্রিফিংজুড়ে ফারুকের বক্তব্যেও স্পষ্ট ছিল যে তারা তামিমের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে এবং ক্লাবগুলোর প্রতি বার্তাও একই যেন মাঠের ক্রিকেট যেন থেমে না যায়।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট