
অবশেষে পদ ছাড়তেই হলো ফারুক হোসেনকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির নতুন বস বা সভাপতি হলেন সাবেক অধিয়ানক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সভাপতি হিসেবে বুলবুলের নাম ঘোষণা করা হয়।
এর আগে বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

কোচিংয়েও বেশ সাফল্য দেখিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। কিন্তু বছর ঘোরার আগেই মাত্র ১০ মাস পরই সেই চেয়ার ছাড়তে হচ্ছে ফারুককে। সেখানে বসছেন বুলবুল।
আরও পড়ুন:
» বিসিবির পরিচালক হলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান
» এ যেন ‘বাপকা বেটা’! ২২ গজে চার-ছক্কার বন্যা (ভিডিও)
৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। বিসিবির ১৬ তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বুলবুল।
অবশ্য দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকতে চান না বলে আগেই জানিয়েছেন বুলবুল। তিনি জানান, আমার প্রাথমিক লক্ষ্য স্বচ্ছ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেরা ক্রিকেট বোর্ড তৈরি করা। আমি (বিসিবির) পরবর্তী নির্বাচনে থাকতে আগ্রহী নই। সরকার আমাকে এখানে চেয়েছিল, আমি হ্যাঁ বলেছি। এখন এটা কেবল প্রক্রিয়া অনুসরণেরই ব্যাপার।
বিসিবির দায়িত্ব গ্রহণের আাগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান ছিলেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এজে
