আগামী মাসের এশিয়া কাপ সামনে রেখে স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো। তবে মহাদেশীয় এই টুর্নামেন্ট শুরুর একমাস আগে গুরুতর ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের মারকুটে ওপেনার ফখর। যে কারণে এশিয়া কাপে অনিশ্চিত এই ব্যাটার। আর ফখরের ইনজুরিতে কপাল খুলতে পারে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের।
দীর্ঘদিন ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের বাইরে আছেন বাবর। চলতি বছর এখনো পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ মেলেনি তার। সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার। তবে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও সাম্প্রতিক ছন্দহীনতার কারণে জাতীয় দলের বাইরে আছে তিনি। তবে এশিয়া কাপ দিয়ে পুনরায় জাতীয় দলে ফিরতে পারেন এই তারকা ব্যাটার।
এশিয়া কাপে অনিশ্চিত ফখর জামান। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে অভিজ্ঞ এই ব্যাটারকে না পেলে কিছুটা বিপাকে পড়তে পারে পাকিস্তান। তবে তার বিকল্প হিসেবে আরেক অভিজ্ঞ বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানোর কথা ভাবছে পিসিবি নির্বাচকেরা। তাছাড়া এশিয়া কাপের আগে আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিও গুরুত্বপূর্ণ।
পাকিস্তান বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপ সামনে রেখে বাবর আজমকে টি-টোয়েন্টি দলে ফেরানোর কথা ভাবছে নির্বাচকেরা। ফখর জামান টুর্নামেন্ট শুরুর আগে সেরে উঠতে না পারলে বাবরকে ফেরাতে পারে পিসিবি।
তবে টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন বাবর। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি। তাঁর দলে জায়গা পাওয়া নির্ভর করবে এই সিরিজের পারফরম্যান্সের ওপর। এখানে ভালো করলেই কপাল খুলতে পারে এই সাবেক বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটারের।
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে পাকিস্তান পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এছাড়া আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এরপর ১৪ সেপ্টেম্বর হবে ভারতের বিপক্ষে এবং ১৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে ম্যান ইন গ্রিনরা।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/বিটি