
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সি-গ্রুপ থেকে ভারতের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ বাকি থাকতেই মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেছেন হামজা-জামালরা। তবে শীর্ষে ওঠার সুযোগ হারালেও এখনো সুযোগ আছে সেরা দুইয়ে থেকে টুর্নামেন্ট শেষ করার। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে ভারত ও হংকংকে হারাতে পারলে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এবার ভারতকে ঘরের মাঠে আতিথ্য দেবে লাল-সবুজের দল। তবে এই ম্যাচে খেলতে পারবেন না ইতালি প্রবাসি ফুটবলার ফাহামিদুল ইসলাম। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় ভারত ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই তরুণ ফরোয়ার্ড।
এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ফাহামিদুলও এশিয়া কাপের বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখেছেন। গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। এরপর গতাকাল হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পান। এর ফলে পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না এই ফুটবলার।
এদিকে গতকাল হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ। ঘরের মাঠে না পারলেও হংকংয়ের মাঠে গিয়ে পয়েন্ট নিয়েই ফিরেছেন হামজারা। ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল হজমের পর ৮৪ মিনিটে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে ১ পয়নেট নিয়ে দেশের ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকালের ম্যাচে ৬৫তম মিনিটে সাব হিসেবে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন ফাহামিদুল। রাকিবের গোলে দারুণ এক অ্যাসিস্ট করেন এই ফরোয়ার্ড। বা প্রান্ত থেকে ফাহিমের ক্রস বক্সে এলে দারুণ এক হেড করেন ফাহামিদুল। এরপর হেড থেকে দারুণ এক টাচে বল জালে জড়ান রাকিব। তবে ভারত ম্যাচে ফাহামিদুলের পায়ের জাদু মিস করবে বাংলাদেশ।
আগামী ১৮ নভেম্বর বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/বিটি
