
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফিরেছিল লাল-সবুজের। তবে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। তাতে কোয়ালিফাইয়ের দৌড়ে বেশ পিছিয়ে গেছে বাংলাদেশ।
এবার বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে লাল-সবুজের দল। এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাছাইয়ের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের৷ তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার।
হংকং ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। গতকাল রাতে রিপোর্টিং করেছিলেন ২০ জন ফুটবলার। এ ছাড়া মোহামেডানের ছয় ফুটবলার আজ রাতে হোটেলে রিপোর্ট করবেন।
এদিকে আজ ইতালি থেকে ঢাকায় ফিরেছেন ফাহামিদুল ইসলাম। ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিয়েই বিকেলে অনুশীলনে এসেছিলেন তিনি। প্রবাসী ফুটবলারদের মধ্যে এখন যোগ দেওয়া বাকি হামজা চৌধুরী ও শমিত সোমের। তারা অবশ্য কিছুটা দেরিতে যোগ দেবেন। কেননা দুজনেরই ক্লাবের ডিউটি রয়েছে।
ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে ৪ অক্টোবর ম্যাচ আছে হামজার। ম্যাচটি শেষ করে ৬ অক্টোবর দলে যোগ দেবেন তিনি। অন্যদিকে কানাডার লিগে শমিতের ক্লাব কাভার্লি এফসির ম্যাচ আছে ৫ অক্টোবর। ম্যাচটি শেষ করে ৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন এই মিডফিল্ডার।
আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/বিটি
