Connect with us
ক্রিকেট

জাকের-সোহানদের পারফরম্যান্সে ঘাটতি দেখছেন ফাহিম

Fahim sees shortcomings in the performances of Zakir and Sohan.
জাকের-সোহানরা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি বলে মনে করেন ফাহিম। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের পর হারের মুখ দেখল বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এমন হারকে হতাশাজনক মনে করছেন এমন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। 

আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফাহিম। এ সময় বাংলাদেশের হোয়াইটওয়াশ হওয়া নিয়ে তিনি বলেন, ‘গত টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতার জায়গায় কিছুটা বাঁধা পড়েছে। টি-টোয়েন্টিতে আমাদের দল পরপর চারটা সিরিজ জিতেছে। সাধারণত আমরা এতটা প্রথাগত অধারাবাহিকতা দেখি না। সুতরাং, এবার কিছুটা ব্যত্যয় ঘটেছে। এটা অবশ্যই হতাশার, তবে বিষয়টা মেনে নিতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এমন হারের পেছনে বড় দায় রয়েছে ব্যাটারদের৷ পুরো সিরিজেই হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাটাররা। বিশেষ করে মিডল অর্ডার কিংবা ফিনিশিংয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখা পারেননি জাকের আলী, শামীম হোসেন কিংবা নুরুল হাসান সোহানরা।



জাকের-সোহানদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে ফাহিম বলেন, ‘আমাদের দল দারুণ ফ্লোতে ছিল। তাই এই সিরিজে আরও ভালো পারফর্ম্যান্স আশা করেছিলাম। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা বেশ ভালো করছিলা। কিন্তু এবার সেটা পুরোপুরি ফুটে ওঠেনি। জাকের আলি কিংবা নুরুল হাসান সোহানরা যেখানে খেলেন, ওই জায়গাগুলোতে আমরা ভালো রান পাচ্ছিলাম। তারা ম্যাচজয়ী ইনিংসও খেলেছেন। কিন্তু এবার সেই জায়গায় আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাটিংয়ে যে শক্তিমত্তা দেখিয়েছে, সেটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনুপস্থিত ছিল বলে মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস ছিল আমাদের, সেটা এই সিরিজে কিছুটা কম মনে হয়েছে। রান তাড়া কিংবা বড় স্কোর গড়ার সময় আমরা সেটা কাজে লাগাতে পারিনি। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে যে শক্তি দেখা গিয়েছিল, এবার সেটা অনুপস্থিত ছিল।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবে আইরিশরা।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট