
গত মাসের শেষের দিকে শুরু হয়েছিল ঘরোয়া ফুটবলের আসর। মৌসুমের এমন শুরুর দিকে হঠাৎ করেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন তারিক কাজী। বেতন বকেয়া থাকার অভিযোগ এনে দেশের স্বনামধন্য ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে আকস্মিক চুক্তি ছিন্ন করেছেন তিনি। এরপরই তারিকের পাশে থাকার বার্তা দিলেন জাতীয় দলের সতীর্থ ফাহমিদুল ইসলাম।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) এক ফেসবুক পোস্টে বসুন্ধরার সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের ইতি টানার কথা জানান তারিক। এরপর আরেক পোস্টে তার ছবি শেয়ার করে ফাহমিদুল লিখেছেন, ‘আপনার পাশে আছি, ভাই। আপনার সততা, মর্যাদা এবং খেলার প্রতি ভালোবাসা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি কথা বলে।’
এদিকে গতকাল ক্লাব ছাড়ার বিষয়ে তারিক তার পোস্টে লিখেছিলেন, ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সঙ্গে। একজন ফুটবলারের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন নীরবতা বহন করা প্রচণ্ড বোঝা হয়ে দাঁড়ায়।’
এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের অভিযোগ তুলে তারিক বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে আমি অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি, যা আমাকে শুধু একজন পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করেছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না; এটি ছিল এক মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে। তবুও প্রতিদিন আমি একই ভালোবাসা নিয়ে জেগেছি মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি, আর অন্তরে লড়েছি এক নীরব যুদ্ধ; ভালোবাসা ও অবিচারের মাঝে।’
এর আগে ২০১৯-২০ মৌসুমে ফিনল্যান্ডের ক্লাব ছেড়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছিলেন তারিক কাজী। ঘরোয়া লিখে নিয়মিত খেলার জন্য দেশের স্বনামধন্য ক্লাব বসুন্ধরায় যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে ৬৮টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন এই ডিফেন্ডার। এই সময়ে ৩টি লিগ শিরোপা, একটি ফেডারেশন কাপ এবং দুইটি স্বাধীনতা কাপের শিরোপা জিতেছেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/এফএএস
