Connect with us
ফুটবল

পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন ফাহামিদুল

Fahamedul_Hamza
হামজার সঙ্গে ফাহামিদুল। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশবাসীর ফুটবল উন্মাদনা শেষ হয়েছে হতাশার হার দিয়ে। ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স করেও ম্যাচশেষে লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গী ছিল হার। তবে ভালো খেলেও এমন হারের পর নিজেদের দুর্ভাগা ভাবছেন ফাহামিদুল ইসলাম। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথাও জানিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

গতকাল (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে যেভাবে খেলেছে বাংলাদেশ দল, তাতে জয়টাই প্রাপ্য ছিল তাদের। তবে কিছু ছোট ছোট ভুল ও ফিনিশিংয়ে দুর্বলতার অভাবে জাতীয় স্টেডিয়ামে হৃদভঙ্গ হয়েছে হামজা-সামিত-ফাহামিদুলদের।

এই ম্যাচে ফাহামিদুলও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুযোগ গুলো ঠিকমতো কাজে লাগাতে পারেননি তিনি। তবে বা প্রান্তে নিজের গতি দিয়ে বেশ কয়েকবার প্রতিপক্ষকে পরাস্ত করেছেন। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রতিরোধ ভেঙে কাঙ্ক্ষিত সেই গোল এনে দিতে ব্যর্থ হন তিনি।




আরও পড়ুন:

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : দুইশ পেরিয়েই অলআউট অস্ট্রেলিয়া

» ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করে দিলো ফিফা


অবশ্য সবমিলিয়ে সিঙ্গাপুরের চেয়ে তুলনামূলক ভালো খেলেছে বাংলাদেশ দল। তাই হারের পর হতাশ ফুটবলাররাও। তাই নিজেদের দুর্ভাগা ভাবছেন ফাহামিদুল। তবে বাংলাদেশের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে চান এই ইতালির চতুর্থ সারির লিগে খেলা এই ফরোয়ার্ড।

বুধবার (১১ জুন) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহামিদুল বলেন, ‘আমরা ম্যাচটা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করেছি। কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আমরা দুর্ভাগা, দিনটা আমাদের ছিল না। ইনশাআল্লাহ পরের ম্যাচে জয়ে ফিরবো।’

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচে চলতি বছরের অক্টোবরে। ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য লাল-সবুজের দল। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবেন হামজা-সামিত-ফাহামিদুলরা।

ক্রিফোস্পোর্টস/১১জুন২৫/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More in ফুটবল