Connect with us
ফুটবল

বাছাইপর্ব খেলতে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন ফাহামিদুল

Fahamidul joins team in Vietnam to play qualifiers
ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাহামিদুল ছবি- সংগৃহীত

আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্ব। টুর্নামেন্টটির বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচগুলো ভিয়েতনামের মাটিতে অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে অংশ নিতে ইতোমধ্যে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাহামিদুল ইসলামও।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ম্যাচের আগের দিন ইতালি থেকে ভিয়েতনাম পৌঁছান ফাহামিদুল। বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেন অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান। তবে আগামীকাল প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হবে না এই ফরোয়ার্ডকে।



মূলত ফাহামিদুল ২ সেপ্টেম্বর ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেনএটা আগেই নিশ্চিত ছিল। ফলের বাছাইপর্বের প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন না তিনি। এ কারণে অনূর্ধ্ব-২৩ দলের কোচ সাইফুল বারী টিটু ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন, প্রথম ম্যাচে খেলানো হবে না ফাহামিদুলকে। তবে পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এই ইতালিয়ান প্রবাসী ফুটবলারকে।

এদিকে বাছাইপর্ব মিশন শুরুর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কোচ টিটু। প্রচণ্ড জ্বরে ভুগছেন তিনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এখন বিশ্রামে আছেন তিনি।

এ প্রসঙ্গে ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘সকাল থেকেই টিটু ভাইয়ের প্রচণ্ড জ্বর, ১০৪ ডিগ্রি। সকালে নাস্তা করার সময় তাকে না পেয়ে তার রুমে যাই। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর দরজা খোলেন, তখন জ্বরে পড়ে যাচ্ছিলেন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে,এখন তিনি হোটেলে বিশ্রামে আছেন।’

টিটু অসুস্থ থাকায় আজ সহকারী কোচের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তাছাড়া ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ থাকা বাধ্যতামূলক হলেও সহকারী কোচ সংবাদ সম্মেলনে থাকবেন।

প্রসঙ্গত, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে সি-গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ভিয়েতনামের পাশাপাশি রয়েছে ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল