Connect with us
ভিডিও গ্যালারি

অভিজ্ঞ যেসব প্রতিষ্ঠান বিপিএলের ব্র্যান্ডিংয়ে আগ্রহী

BPL
বিপিএল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলকে বিশ্বমানের আসর করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। তবে এবার ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মান উন্নয়নে দেখা যেতে পারে বড় পদক্ষেপ। বিপিএলের মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরিকল্পনার দায়িত্ব নিতে আগ্রহী পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে বিসিবির কাছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থানীয়, আর বাকি চারটি আন্তর্জাতিক। যাদের আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি এবং লেজেন্ডস লিগের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।


আরও পড়ুন

» ২০২৫ সালের আগস্টে রোনালদোর যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

» লেস্টার সিটিকে বাংলাদেশের গল্প শোনালেন হামজা চৌধুরী

চলতি মাসের শুরুতে বিপিএলের জন্য স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা সেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র আহ্বান করে বিসিবি। সেই আহ্বানে সাড়া দিয়ে ২৬ জুলাই পর্যন্ত প্রস্তাব জমা দেয় পাঁচ প্রতিষ্ঠান।

এমনটা হলে বিসিবি প্রথমবারের মতো বিপিএলের কৌশলগত ও বাণিজ্যিক দায়িত্ব কোনও বাইরের প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে যাচ্ছে। এতদিন পুরো টুর্নামেন্টের ব্যবস্থাপনাই চলতো বোর্ডের অভ্যন্তরীণ উদ্যোগে। এবার সেই ধারা বদলাতে যাচ্ছে।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি