Connect with us
ক্রিকেট

ভোট দিতে এসে সবকিছুই নতুন লাগছে বুলবুলের

আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

নানা আলোচনা-সমালোচনা ও নাটকীয়তার পর আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সোমবার ঢাকার একটি হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে বিসিবির বর্তমান সভাপতি ভোট দিয়ে জানিয়েছেন তার অভিমত।

বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হচ্ছে বিসিবি নির্বাচন। ভোট দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার পর তার অভিমত জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আগে কখনো নির্বাচন করিনি, নির্বাচনে অংশগ্রহণও করিনি। যাই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি, দেখা যাক।”

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আগে তো কখনোই নির্বাচন করিনি, অংশও নেইনি। আজ ভোট শেষে বলব, ফলের ওপর নির্ভর করছে।”



এবারের বিসিবি নির্বাচনে ভোটার সংখ্যা ১৯১ জন। তবে ইতিপূর্বে ৪৮টি ক্লাব ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন নির্বাচিত হবেন। ৫৮ জন কাউন্সিলর ই-ব্যালটে ভোট দিয়েছেন এবং ৯৮ জন কাউন্সিলরের ভোট সরাসরি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনার দুই পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ক্যাটাগরি-১ থেকে। বরিশাল ও সিলেট থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ক্যাটাগরি-১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি-২-এ প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট