Connect with us
ক্রিকেট

ক্যারিয়ারের শেষ ইনিংসেও ঝলমলে ওয়ার্নার, ধবল ধোলাই পাকিস্তান

crifo warner bat
এভাবেই ক্যারিয়ারের শেষ ইনিংসেও ব্যাট উঁচিয়ে ধরলেন ওয়ার্নার। ছবি- ক্রিকইনফো

নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসটি খেলে ফেললেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রায় এক যুগের সোনালী ক্রিকেট অধ্যায়ের ইতি টানলেন আজ পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে। পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজের বিদায়ী ইনিংসেও খেললেন অর্ধশত রানের ইনিংস; শেষবারের মতো অস্ট্রেলিয়ার সাদা পোশাকে উঁচিয়ে ধরলেন নিজের ব্যাট।

তৃতীয় দিন শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৬৮ রান। চতুর্থ দিনে ৮২ রানের লিড নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। তবে ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল উইকেটে টিকে থাকলে ভরসা পায় পাকিস্তান। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তারা। এদিন দলীয় ৪৭ রান যোগ করতেই শেষ ৩ উইকেট হারায় পাকিস্তান। সিরিজ হোয়াইটওয়াশ করতে অস্ট্রেলিয়া পায় ১৩০ রানের টার্গেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উসমান খাজা ফিরে গেলেও নিজের স্বভাবসুলভ ব্যাটিং চালিয়ে যান ডেভিড ওয়ার্নার। মার্নাস ল্যাবুশেনকে নিয়ে জয়ের পথে এগুতে থাকেন তিনি। তাদের অবিচ্ছিন্ন জুটি পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। লাঞ্চের আগেই ওয়ার্নার তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ অর্ধশতক। ৩৭ ফিফটি আর ২৬ শতক হাকিয়ে নিজের টেস্ট অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছেন এই তারকা ওপেনার।

শেষ ইনিংসে ডেভিড ওয়ার্নার দেখিয়েছেন ৭৫ বলে ৫৭ রানের একটি অসাধারণ ব্যাটিং প্রদর্শন। যেখানে ছিল ৭টি বাউন্ডারীর মার। সাজিদ খানের বলে আউট হওয়ার আগেই দলের জয় প্রায় নিশ্চিত করে যান এই কিংবদন্তি ওপেনার। অপর প্রান্তে ৭৩ বল খেলে ৬২ রানে অপরাজিত ছিলেন ল্যাবুশেনকে। এতে করে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

এর আগে দিনের শুরুতে তিন উইকেট হাতে রেখে পাকিস্তানের হয়ে ব্যাটিং করতে আসেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। এই দুই ব্যাটারে হোয়াইটওয়াশ এড়ানোর আশা করছিল সফরকারীরা। তবে দলীয় ১০৯ রানে ন্যাথান লায়নের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান রিজওয়ান। পরের ওভারেই বড় শট হাকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন আমের। এতে করে ১১৫ রানে অলআউট হয়ে সিরিজের শেষ ম্যাচেও হারের স্বাদ পায় পাকিস্তান।

আরও পড়ুন: হঠাৎ করেই প্রধান কোচকে বরখাস্ত করল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/০৬জানুয়ারি২৪/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট