Connect with us
ক্রিকেট

বিপিএলে না থাকলেও খেলাধুলার সাথে থাকবো: তামিম ইকবাল

তামিম ইকবাল
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে ব্যাট হাতে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ক্রিকেট বা ফুটবল খেলাধুলা সম্পর্কিত যেকোনো কাজে তিনি যুক্ত থাকতে চান।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের এরুলিয়া বালুর মাঠে ‘বিএফএ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, “বিপিএলে হয়তো আমাকে খেলার মাঠে দেখা যাবে না। তবে খেলাধুলা নিয়ে যেকোনো উদ্যোগে আমি পাশে থাকবো। আমি রাজনীতি করি না, কিন্তু খেলাধুলা বিষয়ক কাজে সবসময় থাকতে চাই।”

এদিকে ফাইনাল ম্যাচে বিদ্যুৎ বয়েজ ক্লাব ১–০ গোলে তরুণ যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার তুলে দেন তামিম ইকবাল।



ফুটবল নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “আগে ফুটবল অনেক জনপ্রিয় ছিল, এখন খেলাটা কিছুটা কমে গেছে। নিয়মিত খেলাধুলা হওয়া দরকার, এতে তরুণ প্রজন্ম অনেক উপকৃত হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। টুর্নামেন্টটি আয়োজন করেছে বগুড়া ফুটবল একাডেমি। উদ্বোধন করেন প্রাক্তন ক্রীড়াবিদ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বগুড়ার ক্রিকেট নিয়ে তামিম বলেন, “এখানে যদি একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলা যায়, তাহলে এখান থেকেও জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। মুশফিক বা তাওহিদের মতো ক্রিকেটাররা যেমন উঠে এসেছে, তেমন আরও অনেকে সামনে আসবে। আমি বগুড়ায় অনেকবার এসেছি, এখানে ব্যাটিংয়ের উইকেট দারুণ। আশা করি ভবিষ্যতে আবারও এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।”

যদিও গত দুই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল খান। তার সাথে সতীর্থ হিসেবে জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ও ছিলেন। দুই আসরেই তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় মিজানুর রহমানের মালিকানাধীন ফরচুন বরিশাল। তবে এবারের আসরে বরিশাল অংশগ্রহণ করছে না। অন্যদিকে তামিম ইকবাল জানিয়েছেন শারীরিক জটিলতার কারণে আসন্ন বিপিএলে তার থাকার সম্ভাবনাও কম।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট