Connect with us
ক্রিকেট

ফিফটির পরেও সাংবাদিকদের সামনে হতাশা ঝাড়লেন হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ। যেখানে ৩৯ রানে হারের রাতে টাইগাররা একেবারেই লড়াই করতে পারেনি আইরিশদের সামনে। তবে ম্যাচে ৫০ বলে ৮৩ রান করা তাওহীদ হৃদয় একাই টেনে নিয়ে গেছেন দলের ইনিংস।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের কল্যাণে ম্যাচ হারের ব্যবধান কমিয়েছে টাইগাররা। ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে টিকে ছিলেন এই ব্যাটার। তবুও ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে নিজের হতাশা ঝেড়েছেন তিনি।

পাঁচ নম্বরে নামা হৃদয়ের কি আরও উপরে ব্যাট করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তাওহিদ হৃদয় বলেছেন, ‘আমার কাছে এরকম মনে হয় না (আরও উপরে খেললে ভালো হবে)। উপরে খেলার মত এখন আসলে টিমে তো জায়গা নেই। আপনারাও হয়ত অনেকে ভাবেন আমি টিমেই থাকার মত না।’



তবে যেখানেই সুযোগ পান ভালো করার চেষ্টা করেন তিনি। এসব নিয়ে আফসোস না থাকার কথা উল্লেখ করে হৃদয় আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ যেখানে আছি ভালো আছি। সবাই ভালো শেইপে আছি। এসব নিয়ে কোনো আফসোস নাই। এগুলো নিয়ে এত আফসোসের কিছু নেই। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই ভালো করার।’

এর আগে বেশ কিছু ম্যাচে নিজেকে মেলে ধরতে পারছিলেন না তাওহীদ হৃদয়। যার কারনে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছিল তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হচ্ছিলেন ট্রোলের শিকার। এবার ফিফটি হাঁকিয়ে নিজের সামর্থ্যের জানান দিলেন হৃদয়। তিনি ফর্মে ফিরে আসা কিছুটা স্বস্তির কোথাও জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট খরচায় ১৮১ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪২ রান পর্যন্ত করতে পারে টাইগাররা। তাওহীদ হৃদয়ের ৮৩ রানের সুবাদে হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট