Connect with us
ক্রিকেট

ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও যে আক্ষেপ জয়ের

Even after playing the best innings of his career, Joy still has regrets.
প্রথম ইনিংসে ১৭১ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। ছবি- বাফুফে

বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি ক্রিকেটার। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ ছিল মাহমুদুল হাসান জয়ের সামনে। তবে ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন জয়।

গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন জয়। অনেকের প্রত্যাশা ছিল জয় তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি মুশফিকের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দেবেন! তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি জয়। তৃতীয় দিনের শুরুতে আজ ২ রান যোগ করে ১৭১ রানে বিদায় নেন এই ওপেনার।

টেস্টে এটাই জয়ের ক্যারিয়াসেরা ইনিংস। তবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও হতাশ জয়। মূলত সেঞ্চুরি মিস করাতে আক্ষেপ করেন এই ওপেনার।



ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জয় বলেন, ‘হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই একটু হতাশ। কারণ শেষ পর্যন্ত খেলতে পারলে আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত। এ কারণে একটু হতাশ যে শেষ পর্যন্ত ইনিংসটা ক্যারি করতে পারিনি।’

তবে ডাবল না হওয়ায় হতাশ হলেও দীর্ঘদিন পর দলে ফিরে রান পেয়ে খুশি জয়। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমি খুশি। কারণ অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি। ডাবল সেঞ্চুরি হলে আরও ভালো লাগত। সেটা না হওয়ায় একটু হতাশ।’

অনেকদিন পর দলে ফিরে ভালো খেলতে পারার কারণ হিসেবে জয় বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চুরি দিয়েই আমার বুস্টআপ হয়। ওইখানে খুব ভালো পারফর্ম করেছিলাম। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো করেছি। সেই ফর্মটাই এখানে ক্যারি করার চেষ্টা করেছি।’

এদিকে সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রান তুলে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে আইরিশরা। এখনো ২১৫ রানে পিছিয়ে সফরকারীরা।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট