
লাতিন অঞ্চল থেকে আরও আগেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে প্রীতি ম্যাচ খেলে বেড়াবে সেলেসাওরা। সেই লক্ষ্যে ফিফার অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফর করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আজ শুক্রবার (১০ অক্টোবর) এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের পক্ষে জোড়া গোল করেন উঠরি তারকা এস্তেভাও উইলিয়ান। দারুণ ছন্দে আছেন ১৮ বছর বয়সী এই চেলসি উইঙ্গার। ব্রাজিলের হয়ে সবশেষ তিন ম্যাচে ৩ গোল করলেন এস্তেভাও।
আজকের ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন রদ্রিগো। জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন এই রিয়া মাদ্রিদ ফরোয়ার্ড। আরেক রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এক গোলের পাশাপাশি একটি গোলে সহায়তা করেন।

এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। ছবি- সংগৃহীত
এদিন দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে ম্যাচটি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। ম্যাচের ১৩ মিনিটে প্রথম সাফল্য এনে দেন এস্তেভাও উইলিয়ান। তার গোলে দারুণ এক অ্যাসিস্ট করেন ব্রুনো গিমারেস।
বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪২তম মিনিটে লিড বাড়ায় ব্রাজিল। এবার গোলের খাতায় নাম লেখান রদ্রিগো। তার গোলে অ্যাসিস্ট করেন ক্যাসেমিরো। প্রথমার্ধে বেশকিছু সহজ সুযোগ মিস না করলে ব্যবধান আরো বাড়াতে পারতো ব্রাজিল। শেষ পর্যন্ত ২ গোলের লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পেয়ে যান এস্তেভাও। এর এক মিনিট পরেই ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন রদ্রিগো। তার নামের পাশেও যোগ হয় জোড়া গোল।
কোরিয়ার জালে শেষ আঘাত হানেন ভিনিসিয়ুস। ম্যাচের ৭৭তম মিনিটে গোলের খাতায় নাম লেখান এই তারকা ফরোয়ার্ড। তার গোলে সহায়তা করেন চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ম্যাথিউস কুনহা। পরবর্তীতে একাধিক পরিবর্তেন পর রিচার্লিসন, আন্দ্রেরা মাঠে নেমেও গোলের ব্যবধানে আর কোনো পরিবর্তন আনতে পারেননি। তাতে ৫-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এশিয়া সফরে ব্রাজিলের দ্বিতীয় প্রতিপক্ষ জাপান। আগামী মঙ্গলবার (৪ অক্টোবর) এশিয়ার এই পরাশক্তির বিপক্ষে মাঠে নামবে লাতিনের পরাশক্তিরা।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/বিটি
