Connect with us
ক্রিকেট

বিপিএলের ধারাভাষ্য প্যানেলে যুক্ত হচ্ছেন ইংলিশ তারকা

Nick Compton
নিক কম্পটন। ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য প্যানেল আরও নতুনত্ব আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার নিক কম্পটন এবার বিপিএলের ধারাভাষ্য দলে যোগ দিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল সূত্র।

৪২ বছর বয়সী কম্পটন বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ একজন বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে। স্কাই স্পোর্টস, বিবিসি ও ইএসপিএনের মতো বড় প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে ১৬টি টেস্ট খেলেছেন কম্পটন, যেখানে তার সংগ্রহ ৭৭৫ রান। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে।

এবারের বিপিএলে মোট ১১ জন ধারাভাষ্যকার দায়িত্ব পালন করছেন। দেশি ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন শামী সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। বিদেশি তালিকায় শুরু থেকেই ছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে আছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ফারভেজ মাহরুফ। টুর্নামেন্টের মাঝপথে ওয়াকার ইউনুস বাংলাদেশ ছাড়লে তার জায়গায় যুক্ত হন সাবেক ইংলিশ পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যারেন গফ।



এর আগে বিপিএল শুরুর আগেই বিসিবি থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এবারের আসরে ধারাভাষ্য প্যানেলে থাকবে চমক। দেশি-বিদেশির সংমিশ্রণে নামকরা সব ধারাভাষ্যকারদেরই যুক্ত করা হয়েছে বিপিএলে। এদিকে নিক কম্পটনের যুক্ত হওয়ায় বিপিএলের ধারাভাষ্য প্যানেলে আন্তর্জাতিক অভিজ্ঞতা আরও বৃদ্ধি পেল।

উল্লেখ্য, অনেক জল্পনা কল্পনা শেষে গত ২৬ ডিসেম্বর বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠেছে। এবারের বিপিএলে অংশগ্রহণ করেছে মোট ছয়টি দল। এবার অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। মালিকানায়ও এসেছে পরিবর্তন রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস এর দায়িত্ব প্রথমে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে থাকলেও পরবর্তীতে ছেড়ে দেওয়ায় দায়িত্ব বিসিবি নিজের কাঁধে তুলে নেয়। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা। তাছাড়া নতুন দল নোয়াখালী এক্সপ্রেস পরিচালনা করবে দেশ ট্রাভেলস।

ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট