Connect with us
ক্রিকেট

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ড একাদশে নেই কোনো স্পিনার

Ashes test
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে পার্থে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দলে স্পিনার ছাড়াই সম্পূর্ণ পেস আক্রমণ নামিয়েছে তারা। শোয়েব বশিরকে বাদ দিয়ে ইংল্যান্ড খেলাচ্ছে চারজন ফাস্ট বোলার মার্ক উড, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। অধিনায়ক বেন স্টোকস নিজেও বোলিংয়ে দলে পেস শক্তি বাড়াবেন।অন্যদিকে অস্ট্রেলিয়ান খেলাচ্ছে তিন পেসার ও এক স্পিনার।

রৌদ্রজ্বল আবহাওয়ায় প্রথমে ব্যাট করা নিয়ে কোনো দ্বিধা ছিল না স্টোকসের। টসে হারলেও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথও জানিয়েছিলেন, সুযোগ পেলে তারাও আগে ব্যাট নিতেন। কেননা শুরুর দিকে উইকেটে সাবলীল ব্যাটিং করতে পারলেও শেষের দিকে ব্যাটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। তাছাড়া পার্থে সর্বশেষ খেলা পাঁচ টেস্টের সবকটিই জিতেছে প্রথমে ব্যাট করা দল।

অস্ট্রেলিয়া দলে দুটি নতুন মুখ। অভিষেক ঘটলো ওপেনার জেক ওয়েদারঅ্যাল্ডের এবং ডানহাতি পেসার ব্রেন্ডন ডগেটের। অভিষেকের দিনই বল হাতে নামছেন তিনি। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোটের কারণে খেলছেন না। তাই মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে ডগেটই পেস আক্রমণে নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়া একাদশে নাথান লায়ন একমাত্র স্পিনার হিসেবে আছেন।



ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার একাদশ:

অস্ট্রেলিয়া: উসমান খাজা, জেক ওয়েদারঅ্যাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট, স্কট বোল্যান্ড।

ইংল্যান্ড: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, মার্ক উড।

এদিকে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে আজ ২১ নভেম্বর পার্থ স্টেডিয়ামে। এরপর বিরতি না নিয়েই ৪ ডিসেম্বর গাবায় মাঠে নামবে দুই দল। তৃতীয় টেস্ট হবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে, যা দিন–রাতের ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে। সিরিজের শেষ ম্যাচ ৪ জানুয়ারি সিডনিতে আয়োজন করা হবে।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট