Connect with us
ক্রিকেট

ব্রুকের কল্যাণে সিরিজ জিতল ইংলিশরা

England cricket
শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়। ছবি: সংগৃহীত

হ্যারি ব্রুকের বিস্ফোরক ব্যাটিংয়ে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ম্যাচে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। ৬৫ বলে অপরাজিত ১৩৬ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের চিত্র একাই বদলে দেন ব্রুক। তার আগে জো রুট খেলেন ১১১ রানের বিধ্বংসি ইনিংস। দুজনের জুটিতেই ইংল্যান্ড গড়ে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ।

শুরুর দিকে অবশ্য ইংল্যান্ড চাপে ছিল। ১১ ওভারে স্কোরবোর্ডে ৪০ রান তুলতেই হারায় দুই উইকেট। বেন ডাকেট ও রেহান আহমেদের ধীরগতির শুরুতে বড় সংগ্রহের আভাস মিলছিল না। সেখান থেকে ইনিংস গুছিয়ে তোলেন জ্যাকব বেটেল ও রুট। তৃতীয় উইকেটে তাদের ১২৬ রানের জুটি ম্যাচের ভিত গড়ে দেয়। বেটেল ৬৫ রান করে বিদায় নিলেও রুট ছিলেন অন্যপাশে।

এরপর শুরু হয় ব্রুক ঝড়। রুটের সঙ্গে চতুর্থ উইকেটে ১১৩ বলে ১৯১ রানের জুটি গড়েন তিনি। শেষ ৪০ বলে ব্রুক একাই করেন ১০১ রান। ইনিংসে ছিল ১১টি চার ও ৯টি ছক্কা। শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কার বোলাররা খরচ করেন ৮৮ রান যেখানে ম্যাচ মূলত হাতছাড়া হয়ে যায় স্বাগতিকদের।



ওয়ানডে ইতিহাসে ইনিংসের শেষ ১০ ওভারের মধ্যে সেঞ্চুরি করার ঘটনা বিরল নয়, তবে ব্রুকের ইনিংসটি সেই বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছে। এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা ও জস বাটলারের মতো ব্যাটসম্যানদের পাশে এবার যুক্ত হলো ব্রুকের নামও।

৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপে ছিল। তবে পাভান রথনায়াক একাই জয়ের আশা ধরে রাখেন। চতুর্থ ওয়ানডেতেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান ১১৫ বলে করেন ১২১ রান। কিছু সময়ের জন্য ম্যাচে ফেরার আশা জাগান তিনি। পাথুম নিশাঙ্কাও ২৫ বলে ৫০ রান করে ম্যাচের মোড় ঘুরানোর চেষ্টা করেন।

তবু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। ৪৭তম ওভারে ৩০৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

এই জয়ে ইংল্যান্ড মার্চ ২০২৩ সালে বাংলাদেশকে হারানোর পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল। অন্যদিকে ২০২১ সালে ভারতের বিপক্ষে হারের পর এই প্রথম ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খোয়াল শ্রীলঙ্কা।

ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট