
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দেন এই পেস বোলিং অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন এই তারকা।
গত আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে গুরুতর ইনজুরিতে পড়েন ওকস। কাঁধের চোটের কারণে আসন্ন অ্যাশেজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। ইংলিশদের ভবিষ্যত পরিকল্পনায়ও নেই তিনি। বোর্ড থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, ফিটনেস এবং পারফরম্যান্স বিবেচনায় তাকে ইংল্যান্ডের ভবিষ্যত পরিকল্পনায় আর রাখা হচ্ছে না। এ কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া অবসরের ঘোষণায় ওকস লিখেছেন, ‘সময় এসে গেছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ইংল্যান্ডের হয়ে খেলা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সেই স্বপ্নগুলো আমি পূরণ করতে পেরেছি।’
ইংল্যান্ডের জার্সিতে নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ ও সতীর্থদের স্মরণ করে ওকস লিখেছেন, ‘ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্স জার্সি পরা এবং গত ১৫ বছর আমি যাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি—যাদের অনেকেই আমার জীবনের অংশ, ভালো বন্ধুত্বে পরিণত হয়েছে—সবকিছু আমি গর্বের সঙ্গে স্মরণ করব।’
পরিবারের সদস্য, ভক্ত ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ওকস লিখেছেন, ‘আমার মা-বাবা, স্ত্রী, সন্তান—সকলের ভালোবাসা, সমর্থন ও ত্যাগের জন্য ধন্যবাদ। তোমাদের ছাড়া এ সব কিছু সম্ভব হতো না। আর ভক্তরা, বিশেষ করে বার্মি আর্মিকে অনেক ধন্যবাদ, যাদের উৎসাহ, চিৎকার এবং বিশ্বাস সবসময় আমার সাথে ছিল। আমার কোচ, সতীর্থ এবং ইংল্যান্ড ও ওয়ারউইকশায়ারের সবাইকে ধন্যবাদ।’
ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্টে ৯৯ ইনিংসে ১৯২ উইকেট নিয়েছেন ওকস। এর পাশাপাশি ২০৩৪ রান করেছেন তিনি, যেখানে একটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি রয়েছে। ওয়ানডেতে ১২২ ম্যাচে বল হাতে ১৭৩ উইকেটের সঙ্গে ব্যাট হাতে করেছেন ১৫২৪ রান। এছাড়া টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলে ৩১ উইকেটের সঙ্গে ১৪৭ রান করেছেন এই তারকা অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/বিটি
