Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেল ইংল্যান্ড

ইংল্যান্ড দল
ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের ঝোড়ো ব্যাটিং ও আদিল রশিদের স্পিন ঘূর্ণিতে কিউয়িদের হারিয়েছে ৬৫ রানে।

আজ (২০ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দলীয় ২৪ আর ব্যক্তিগত ৪ রানে আউট হন ওপেনার জশ বাটলার। দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৪৪ রানের জুটি গড়েন সল্ট এবং বেথেল।

ব্যক্তিগত ২৪ রানে মেথেল আউট হলে সল্ট এবং অধিনায়ক ব্রুক মিলে ৬৯ বলে ১২৯ রানের বড় জুটি গড়েন। দলীয় ১৯৭ এবং ব্যক্তিগত ৭৮ রানে ফেরেন ব্রুক। ৫৬ বলে ৮৫ রান করে একই ওভারে আউট হন সল্ট। শেষে টম ব্যান্টনের ১২ বলে ২৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২৩৬ রানের পুঁজি পায় ইংলিশরা।



জবাবে ১৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউয়িরা। তৃতীয় উইকেটে ৪৮ বলে ৬৯ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে টিকিয়ে রাখেন টিম সেইফার্ট ও মার্ক চাপম্যান।

কিন্তু ৪ রানের ব্যবধানে সেইফার্ট ও চাপম্যান আউট হলে আবারও চাপে পড়ে নিউজিল্যান্ড। ১০৪ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। সপ্তম উইকেটে ২৩ বলে ৫৭ রানের ঝড়ো জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন জিমি নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু একই ওভারে ৩ রানের ব্যবধানে দুই সেট ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় কিউইরা।

৩২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন স্পিনার আদিল রশিদ। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংলিশরা। আগামী ২৩ অক্টোবর অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট